Header Ads

বাঙালি উদ্বাস্তুদের রক্ষা কবচ কা আইন বাতিল, কংগ্রেস দলের ইস্তাহারের প্রথম গ্যারান্টি

অমল গুপ্ত, গুয়াহাটিঃ অসমে আর  বাংলাদেশি উদ্বাস্তু আসার  সম্ভাবনা নেই। ৫০/৬০ লাখ ছিন্নমূল উদ্বাস্তু ৬০/৭০ দশক থেকে  অসমে   স্থায়ীভাবে বসবাস করছে। সংশোধিত নাগরিকত্ব আইন বা কা  তাদের জীবনে আশার আলো। অথচ  কংগ্রেস দল  এই ভোটারদের তাড়াবার জন্যে কা বাতিলের দাবিতে সোচ্চার। রাজ্যের জাতীয়তা বাদীদের মন জয় করার জন্যে এই বাঙালি  উদ্বাস্তু বিরোধী নীতি গ্রহণ করে সমগ্র  বাঙালির  বিরুদ্ধে গেল।  বাংলাদেশি মুসলিমদের বিরুদ্ধে কংগ্রেস দলের কোনও অভিযোগ নেই। এই বৈষম্যমূলক নীতি বরাকের কংগ্রেস নেত্রী  সুস্মিতা দেব, বিধায়ক  কমলাক্ষ্য দে প্রমুখ মানতে পারেননি। এর বিরূপ ফল  ব্যালট মেশিনে পড়বে তা কংগ্রেস একবার  ভাবলো না। বরাককে খুশি করার চেষ্টা হয়েছে।   বরাকের কংগ্রেস মন্ত্রীরা বরাক কে লুটে পুটে খেয়েছে এক জনকে শাস্তি দেওয়া হয়েছিল কি?   শিলচরে ভাষা আন্দোলনে প্রাণ আহুতি দেওয়া যুবক দের  স্বীকৃতি  দেবে, শিলচর স্টেশনকে ভাষা শহিদ স্টেশন করার দাবি ১৫ বছরের তরুণ গগৈ সরকার গুরুত্ত দেয়নি কেন? ইস্ট ওয়েস্ট করিডোর কেন ১৫ বছরে সম্পূর্ণ হল নাআজ রাজীব ভবনে কেন্দ্রীয় নেতা রাহুল গান্ধী   ইস্তাহার প্রকাশ করে  পাঁচটি গ্যারান্টি দিয়েছেন। কা বাতিল, চা শ্রমিকদের ৩৬৫ টাকা মজুরি, ২০০ ইউনিট পর্যন্ত মাসিক বিদ্যুৎ বিনামূল্যে। প্রতি পরিবারকে ২০০০ টাকা মাসিক  অনুদান এবং ৫ লাখ সরকারি চাকরির গ্যারান্টি। বলা হয়েছে জনগণের    ইস্তাহার, কংগ্রেস  দলের নয়। অসমের  ব্রহ্মপুত্র নদ, বরাক নদী সহ ৪৫ টি নদী দূষিত হয়ে গেছে। সংসদে তা প্রকাশ  পেয়েছে। জঙ্গল   পরিবেশ  প্রকৃতি সুরক্ষার গ্যারান্টি কোথায়গুয়াহাটি মহানগর দেশের মধ্যে অন্যতম  বায়ু দূষিত শহরভূগর্ভস্থ জল দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে, জাতীয় নীতি আয়োগ তাদের প্রতিবেদনে বলেছে আগামী ২-৩ বছরের মধ্যে দেশের ৪৫ শহরের ভূগর্ভের জল  শুকিয়ে যাবে। শুধু কংগ্রেস দলকে  দোষারোপ করে লাভ নেই  বিজেপি সহ কোনো রাজনৌতিক দল এই জ্বলন্ত সমস্যার কথা ভাবভার প্রয়োজন মনে করে না।  কংগ্রেসের  ইস্তাহারে  ব্যাপক  আশ্বাস  দেওয়া হয়েছে, বিজেপি দলও দেবে। যেমন তৃণমূল কংগ্রেস দিয়েছে। তৃণমূল কংগ্রেস মানুষকে   প্রতিদিনের হাত খরচের  টাকাও দেবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.