Header Ads

অসমের নির্বাচনী পর্য্যলোচনা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ  দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা গতকাল অসমের ১২৬টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন  ব্যবস্থা খতিয়ে দেখেন। তেজপুর গুয়াহাটি  সহ অন্যান্য কেন্দ্রগুলো নিয়ে অসমের নির্বাচন দায়িত্ব প্রাপ্ত অফিসারদের সঙ্গে মত বিনিময় করেন। করোনা উদ্ভুত পরিস্থিতিতে কোভিড প্রটোকল মেনে চলার উপর জোর দেন। তিনি  বুথ পোলিং স্টেশনগুলোর নিরাপত্তা  খতিয়ে দেখেন। তার সঙ্গে এক প্রতিনিধিদল দিল্লি থেকে আসেন। ভোটারদের মধ্যে  সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজের প্রধান নির্বাচনী অফিসার  নীতিন  খারে   গণতন্ত্রর জন্যে সাইক্লোথন শীর্ষক এক  সাইকেল রেলির ফ্ল্যাগ অফ করেন রবিবার। রাজ্যের ১৫০ জন সাইক্লিস্ট অংশগ্রহণ করেছিলেন। বিধানসভা নির্বাচনে রাজ্যের আইকন অভিনেতা কপিল বরা, পেরা সাই ক্লিস্ট রাকেশ বণিক ও উপস্থিত ছিলেন। অতিরিক্ত প্রধান নির্বাচনী অফিসার দেবপ্রাসাদ মিশ্র  সহ অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন। আগামী ২৭ মার্চ প্রথম দফায় ৪৭ টি কেন্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.