Header Ads

চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি :  বিজেপি সরকার অনেক চেষ্টা করেছিল পারেনি। চা মালিক পক্ষ আদালতের দ্বারস্থ  হয়। শেষ পর্যন্ত  ইন্ডিয়ান টি এসোসিয়েশন ২৬টাকা করে মজুরি বৃদ্ধির নোটিশ জারি   করেছে বলে সংবাদ সূত্রে জানা যায়। প্রশ্ন উঠেছে নির্বাচন বিধি বলবৎ থাকা কালে মজুরি বৃদ্ধির ঘোষণা করা যায় কিনা।এদিকে চা শ্রমিক সন্থা আসা ৩৫১ টাকা মজুরি বৃদ্ধির দাবিতে বাগানে  বাগানে সরকার বিরোধী আন্দোলন শুরু করছে।

 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.