লামডিং এর স্বপন কর শক্তিশালী প্রার্থী
লামডিং,নয়া ঠাহর, লামডিং এর মহাজোটের প্রাথী স্বপন কর আর্থিক ভাবে দূর্বল হলেও তার সবল স্থিতি সবকে পিছনে ফেলে দিয়েছে। লামডিং রেল শহর তার পাশে আছে।সংখ্যা লঘু ভোটারদের 99 শতাংশ তার পকেটে যাবে। তার সৎ ভাবমূর্তি, সমাজের জন্যে কাজ করার স্পিহা অদম্য উৎসাহ কারও নেই। দুর্নীতি তাকে গ্রাস করতে পারে নি। লামডিং এর ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাবসায়ী চা দোকানি নিজেদের টাকা পয়সা খরচ করেও স্বপন করকে এবার জেতাতে চাইছে। লামডিং এ তাকে সামনে রেখে বিশাল পদ যাত্রা বেরিয়েছে। তাকে ঘিরে লামডিংবাসীর উৎসাহর ঢল নেমেছে। স্বপন গরিবের বন্ধু গরিব শ্রমজীবী কৃষক, মজুর দের দুঃখ যন্ত্রনা উপলব্ধি করার ক্ষমতা রাখেন। বিজেপির মত কর্পোরেট হাউসের টাকা পয়সা না থাকলেও মানুষের সেবা করার মানসিকতা, বিধানসভাতে দাঁড়িয়ে লামডিং বাসীর নানা সমস্যা তুলে ধরার যথেষ্ট ক্ষমতা ,তা প্রমাণিত হয়েছে। তার কাটমানি কমিশন লাগে না, জনগণের আশীর্বাদ লাগে। কংগ্রেস, ইউ ডি এফ ,বামপন্থী দল গুলোর ভোট তিনি পাবেন এবং জিতবেন ও।লামডিং বাসীর আশা পূরণ হবে।








কোন মন্তব্য নেই