Header Ads

গৌতম পুত্র রাহুল রায়ের সম্পত্তির পরিমাণ ১৩১ কোটি, দ্বিতীয় দফায় ৭৩ জন কোটিপতি প্রার্থী

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ বরাকের প্রাক্তন কংগ্রেস মন্ত্রী  গৌতম রায়ের পুত্র রাহুল রায়ের ঘোষিত সম্পত্তির পরিমাণ ১৩১ কোটি ২২ লাখ, ৪১ হাজার ৭৮৩ টাকা। তিনি উদার বনদের নির্দল প্রার্থী। তার পত্নী ডেইজি রায়  নির্দল হিসাবে আলগাপুর থেকে লড়বেন তার সম্পত্তির পরিমাণ ১৩১ কোটি ১৪ লাখ, ৫৯  হাজার  ৩৩১ টাকা স্বামীর থেকে কয়েক লাখ টাকা কম। এ আই ইউ ডি এফ প্রধান বদরুদ্দিন আজমলের  ভাই সিরাজ উদ্দিন আজমলের সম্পত্তির পরিমা ,১১ কোটি টাকাপ্রাক্তন সাংসদ তিনি এবার যমুনা মুখ থেকে প্রতিদ্বন্দীতা করবেন। অসম ইলেকশন ওয়াচ এন্ড  অ্যাসোসিয়াসন  ফর ডেমোক্র্যাটিক  রিফর্মস ৩৪৫ প্রার্থীর হলফনামা দেখে এই প্রতিবেদন পেশ করেছে বুধবার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.