Header Ads

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেসুরো চিঠি উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন-এর !!


নির্বাচন কমিশনকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তা জানালেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি লিখেছেন, যদি মুখ্যমন্ত্রীর বক্তব্য হয় যে কমিশন কোনও বিশেষ রাজনৈতিক দলের স্বার্থ দেখছে, তা কমিশনকে খাটো করে দেখার চেষ্টা মাত্র।

নন্দীগ্রামের ঘটনায় চার পাতার চিঠিতে মমতার সমালোচনা করে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর কমিশনকে নিয়ে মন্তব্য দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রী কেন এমন মন্তব্য করলেন, তিনিই জানেন। চিঠিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর কর্মসূচি জানতেন না বিবেক সহায়। তারপর তাঁর গাড়ির চালক প্রশিক্ষণপ্রাপ্ত নয়। এছাড়া মুখ্যমন্ত্রীর সিট বেল্টও বাঁধা ছিল না। তিনি বুলেটপ্রুফ গাড়িও ব্যবহার করেন নি। চিঠিতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তা বিবেক সাহায়ের বিরুদ্ধে আঙুল তুলে বলা হয়েছে, তিনি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দিতে ব্যর্থ। ব্যর্থ জেলাশাক, পুলিশ সুপারও। নন্দীগ্রামের ঘটনায় রাজ্যের মুখ্যসচিব যে রিপোর্ট দিয়েছেন, তার ভিত্তিতেই পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন।
এই চিঠি প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, এই চিঠিতে সঠিক তথ্য তুলে ধরা হয়নি। আমরা অভিযোগ জানাব। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। তার পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন এই চিঠি দিয়েছে। কেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টাকে সরিয়ে দেওয়া হয়েছে সেই প্রসঙ্গও উত্থাপন করা হয়েছে চিঠিতে। উল্লেখ্য এই ঘটনায় নজিরবিহীন পদক্ষেপ নিয়ে সরিয়ে দেওয়া হয় জেলাশাসক, পুলিশ সুপার ও নিরাপত্ত অধিকর্তাকে।
এদিকে বাঁকুড়ার রাইপুরের সভা থেকে ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মমতা। খবর কানে যেতেই নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে স্বতোঃপ্রণোদিত অভিযোগ গ্রহণ করল নির্বাচন কমিশন। রেশন সরকারি প্রকল্প কাজেই এই নিয়ে নির্বাচনী সভায় কোনও কিছু ঘোষণা করার অর্থই হল সরকারি প্রকল্প ঘোষণা। তাই নির্বাচনি বিধি ভঙ্গ হয়। তাই নিয়ে কমিশন তৎপর হয়ে উঠেছে। এর আগে নন্দীগ্রামের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে নালিশ জানিয়েছে বিজেপি। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করেছেন।
মমতা কী বলেছেন বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে গিয়ে তার ভিডিওগ্রাফি পরীক্ষা করবে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাইপুরের প্রচারসভার আনএডিটেড ভিডিওগ্রাফি চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। সেটি পরীক্ষা করে দেখে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর। সূত্রের খবর, বুধবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার কথা তৃণমূল কংগ্রেসের। সেই ইস্তেহারেই দুয়ারে সরকারের মতোই দুয়ারে রেশন প্রকল্পের প্রতিশ্রুিত দেবেন বলে মনে করা হচ্ছে।
বাঁকুড়ার রাইপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আঙ্গুলিহেলনে চলছে নির্বাচন কমিশন। সেকারণেই তৃণমূলের মহাসচি পার্থ চট্টোপাধ্যায়এবং রাজ্যে স্বরাষ্ট্রসচিবকে নোটিস পাঠানো হয়েছে। এর প্রতিবাদে প্রয়োজনে তিনি নির্বাচন কমিশনে ভাঙা পা নিয়ে ধরনা দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
কলকাতায় বসে চক্রান্ত করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বাঁকুড়ায় দলের নির্বাচনী সভায় এমনটাই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনেও অভিযোগ করা হবে বলে জানিয়েছেন তিনি। পুরুলিয়ার পরে বাঁকুড়াতেও হুইল চেয়ারে বসেই ভাষণ দেন তিনি। অভিযোগ করেন বহিরাগতদের এনে ভোট করাতে চাইছে বিজেপি।
রবিবার খড়গপুরে এসেছিলেন অমিত শাহ। সোমবার হেলিকপ্টার খারাপের কারণে ঝাড়গ্রামের সভায় উপস্থিতি থাকতে পারেন নি--তবে তিনি রানিবাঁধের সভা শেষ করে কলকাতায় আসেন। সেখান থেকে আসামের কর্মসূচি বাতিল করে রাতে কলকাতায় জরুরি বৈঠকে বসেন অমিত শাহ। এদিকে প্রার্থী তালিকা নিয়ে একাধিক কেন্দ্রে অসন্তোষ। সভাপতি নাড্ডা আর পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে গভীর রাতেই বৈঠকে বসেন অমিত শাহ। প্রথম দুই দফায় যেসব কেন্দ্রে ভোট, সেখানকার দলের অবস্থা পর্যালোচনা করেন তিনি। সাংগঠনিক বৈঠকেও করেন অমিত শাহ।
সোমবার রাতের দিল্লি ফিরে যাওয়ার কথা থাকলেও, অমিত শাহ ফিরে যাননি মঙ্গলবার সকালেও। যা নিয়েই আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শালতোড়ার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতায় বসে চক্রান্ত করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। হোম মিনিস্টার কি ভাবে দেশ চালাবেন, প্রশ্ন করেন তিনি। তাঁর প্রশ্ন, অমিত শাহ নিজেকের কী ভাবেন !
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বিস্ফোরক মুডে। তিনি বলেন, কেন সরকারি আধিকারিকদের হেনস্থা করা হচ্ছে। কেন তাঁর নিরাপত্তা আধিকারিককে বদলি করা হয়েছে সেই প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহই কি কমিশনকে চালাচ্ছেন, প্রশ্ন করেন তিনি। কমিশনের কাজে অমিত শাহের নাক গলানোর অভিযোগও তিনি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সারা রাত বসে পরিকল্পনা চলছে। বিজেপির সভায় লোক হচ্ছে না বলেও কটাক্ষ করেন তিনি।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বহিরাগতদের এনে ভোট করাতে চাইছে বিজেপি। রেলে করে গুণ্ডা এনে ভোট করাতে দেওয়া হবে না বলেও জানিয়ে দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, একটা করে ভোট, একটা করে খেলা। ‘নিহত বাঘের চেয়ে আহত বাঘ আরও ভয়ঙ্কর’ বলে মন্তব্য করে তিনি বলেছেন, সবার সাপোর্টে তিনি খেলবেন এবং জিতবেনও।
গত বুধবার পায়ে আঘাতের পরে সোমবার হুইল চেয়ারে পুরুলিয়া সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলবার বাঁকুড়ায়। প্রথম নির্বাচনী সভাটি তিনি করেন শালতোড়ার মেঝিয়া স্কুলের মাঠে। পরেরটি তিনি করেন ছাতনায়। আর শেষেরটি রাইপুরে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পায়ের সব থেকে মোটা হাড়ে আঘাত। মানুষকে বাঁচাতেই কষ্ট করে আসতে হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.