কা-বিরােধী অবস্থান স্পষ্ট করলেন এআইসিসি সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং
নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : কংগ্রেসের নির্বাচনী প্রচারের অধীনে '৫-গ্যারান্টি যাত্রা' নিয়ে শনিবার শিলচরে উপস্থিত হন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং। সম্প্রতি রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী অসম সফরে এসে বলেছেন তাদের সরকার ক্ষমতায় এলে নাগরিকত্ব সংশােধনী আইন 'কা' বাতিল করা হবে। বরাক উপত্যকায় প্রতিবাদের মুখােমুখি হতে হয়েছে কংগ্রেস দলকে। বরাকের নেতারা সরাসরি আইনের বিরুদ্ধে না গেলেও এর সংশােধন চেয়েছেন। তবে জিতেন্দ্র সিং শিলচরে বসেই জানিয়ে দেন, দলের অবস্থান সব ক্ষেত্রেই এক সমান, তারা এই আইনের বিরােধিতা করেন এবং ক্ষমতায় এলে এটা বাতিল করার প্রয়াস নেওয়া হবে ।









কোন মন্তব্য নেই