দুর্নীতিতে জিরো টলারেন্স, সিন্ডিকেট কংগ্রেস দলের মিথ্যা ,ডিজাইন অভিযোগ ওড়ালেন সাংসদ রাজদীপ রায়
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি
: তরুণ গগৈ সরকার অসমের
রাজকোষকে জিরো করে বিদায় নিয়েছিলেন। ১৬০০০ কোটি
ঋণের বোঝা চাপিয়ে
গিয়েছিলেন। বিজেপি সরকার এসে বিজনেস পলিসি পাল্টাই বাইরের
উৎপাদিত সামগ্রী যেমন মায়ানমারের সুপারি বা অন্য সামগ্রী এই রাজ্যে দিয়ে
বাইরে যাওয়ার রাস্তা খুলে দেয়। যার বিনিময়ে বৃহৎ পরিমাণ
রাজস্ব আদায় হয়। সব ক্ষেত্রে বিজেপি সরকারের রাজকোষ বেড়ে
ওঠে। অয়েল রযালিটি বাবদ ৮০০০ কোটি
টাকা পায়। আবগারি থেকে প্রভূত আয় বাড়ে। করোনা সংক্রমণ বিশেষ প্রভাব ফেলতে পারেনি। শিলচরের
বিজেপি সাংসদ ডাক্তার রাজদীপ রায় এক সাক্ষাৎকারে বরাকের
সিন্ডিকেট রাজ চলছে বিজেপি জড়িত এই অভিযোগ উড়িয়ে বলেন,
কংগ্রেস দল বিজেপির বদনাম করার জন্যে ডিজাইন
করেছে। তিনি বলেন, বিজেপি দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে। বরাকের
ফল ভালো হবে বলে বিজেপি সাধারণ সম্পাদক ডাক্তার রায় দাবি করেন। রাজদীপ রায় সততার
কথা বললেন প্রাক্তন কংগ্রেস মন্ত্রী গৌতম রায় কেন টিকিট
দেওয়া হল? উনি কি সততার প্রতীক? লাল
গালিচা পেতে কেন তাকে আমন্ত্রণ করে আনা হল?









কোন মন্তব্য নেই