ভারত বিকাশ ক্লাব বছর ব্যাপি চালিয়ে যাচ্ছে শ্রম দান
সুব্রত দাস, বদরপুর : করিমগঞ্জ নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে বদরপুর ভারত যুব বিকাশ ক্লাব সম্পূর্ণ বছরব্যাপী শ্রম দান করেছে বলে জানা গেছে। পরিস্কার পরিচ্ছন্নতা সুস্থ ভারত গড়ে তুলতে এবার বদরপুর ব্লক সহ নগরের বিভিন্ন অঞ্চলে মট-মন্দির, মসর্জিদ, সরকারী বেসরকারী অফিস সহ প্রতিটি রাস্তার বিভিন্ন জায়গায় ঝাড়ু দেওয়া, ড্রেইন পরিস্কার করা, জঙ্গল খাটা সহ ঘরে ঘরে ড্রাস্টবিন বিতরণ করলেন ভারত যুব বিকাশ ক্লাব। মহা শিবরাত্রি পূজা উৎযাপন উপলক্ষে বদরপুর অঞ্চলের বেশ কয়েকটি মট-মন্দিরে দেখা যায় অতি দ্রুত গতিতে সাফাই অভিযান করতে। তাছারাও বরাক উপত্যকার আঞ্চলিক ভাষায় swachh Bharat abhiyan-এর উপর দুটি নাটক তৈরি করেছেন ক্লাবের সদস্যরা। ক্লাবের সম্পাদক অঙ্কিতা ধরকার বলেছেন, ২০২০-এর প্রথম থেকে শুরু করেছে এই অভিযান। প্রতি সপ্তাহে কয়েক ঘন্টা করে স্বচ্ছতার উপর শ্রম দান করেছেন। এবার ২০২১-এর মার্চ মাসের ২৫ তারিখ শেষ করবেন বলে জানিয়েছেন।
এই
অভিযানে মধ্যে উপস্থিত ছিলেন সীমান্ত চেতনা মঞ্চের সম্পাদিকা পাঞ্চালি দেব, তনু রাহুত, যোগশিক্ষক রাহুল দাস, মিতালী দাস দিপঙ্কর কুড়ি, নিতাই দাস সহ ক্লাবের
সকল সদস্যরা উপস্থিত ছিলেন। সীমান্ত চেতনা মঞ্চের সম্পাদিকা পাঞ্চালি বলেছেন
জাতির জনক মহাত্মা গান্ধীর চিন্তা ধারা, স্বচ্ছতা-শ্রম দান ভারতের
প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তাহলে একদিন ভারতবর্ষ সমস্ত বিশ্বের একমাত্র মহান
দেশ গড়ে উঠবে।










কোন মন্তব্য নেই