Header Ads

মঙ্গলবার কাছাড়ে যোগী আদিত্যনাথের ৩ সভা


সুব্রত দাস, বদরপুর : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একদিনের ঝড়ো সফরে কাছাড়ে আসছেন৷ মঙ্গলবার বেলা ১১টায় তিনি প্রথম সভা করবেন উধারবন্দ বিধানসভা আসনের জয়পুরে৷ বেলা ১টায় তাঁর সভা হবে শিলচরে ইন্ডিয়া ক্লাবের মাঠে৷ বিকাল ৩টায় বড়খলা আসনের হাতিছড়ায় বক্তৃতা করে তিনি নিজ গন্তব্যের উদ্দেশে উড়ে যাবেন৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.