পেপার মিলের মৃত্যু মিছিলে ইমরান আলী ঠাকুরিয়ার নাম যুক্ত হল
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ হিন্দুস্থান পেপার করপোরেশনের অধীন বরাকের পাঁচ গ্রাম এবং নগাওঁয়ের জাগিরোড পেপার মিল প্রায় পাঁচ বছর বন্ধ, কয়েক হাজার কর্মচারী বেতন ভাতা পাচ্ছেন না। মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। শ্রমিক ইউনিয়ন নেতা মানবেন্দ্র চক্রবর্তী আজ জানান এপর্যন্ত ৮৩ জনের মৃত্যু হয়েছে। আজ জাগিরোড পেপার মিলের কর্মী ইমরান আলী ঠাকুরিয়া মাত্র ৫৫ বয়সে মারা গেলেন।আগামী ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বদরপুরে জনসভা করবেন। এই সভা স্থল থেকে পাঁচগ্রাম পেপার মিলের দূরত্ব মাত্র ২ কিলোমিটার, প্রধানমন্ত্রী এর আগের মত আবার পেপার মিল চালু করার কথা বলবেন। মুখ্য মন্ত্রী সর্বানন্দ সনওয়াল, বরাকের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, সাংসদ রাজদীপ রায় যেমন বলে থাকেন। এই বরাকের জমিতে বসে প্রধানমন্ত্রী বলেছিলেন রাজ্যের সব ডিটেনশন ক্যাম্প গুঁড়িয়ে দেওয়া হবে। পেপার মিলের শ্রমিক সংগঠন গুলোর এই অভিযোগ উড়িয়ে দেওয়া যাবে না।









কোন মন্তব্য নেই