Header Ads

কালাইন লক্ষীপুরে সাংবাদিকের ওপর হামলা, দুষ্কৃতিদের শীঘ্রই গ্রেফতারের দাবি:বদরপুর প্রেস ক্লাব

 

সুব্রত দাস,বদরপুর: কাটিগড়া থানার অন্তর্গত কালাইন লক্ষীপুরে শনিবার সন্ধ্যা পাঁচ টা নাগাদ ট্রিপারের ধাক্কায় দুজন লোকের ঘটনাস্থলে মৃত্যু ঘটে। উক্ত বিষয়ের সংবাদ সংগ্রহ করতে গেলে কতিপয় দুষ্কৃতি যুগশঙ্খ পত্রিকার স্টাফ রিপোর্টার ইমাদ উদ্দিন মজুদারের ওপর হামলা চালায়।এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে বদরপুর প্রেস ক্লাব। প্রেস ক্লাবের সভাপতি সহিরুল ইসলাম বকুল,  প্রাক্তন সভাপতি দীপন পাল, কোষাধ্যক্ষ সেলিম আহমদ এই ন্যাক্কার জনক ঘটনায় যে সকল দুষ্কৃতি জড়িত রয়েছে তাদের অতিসত্বর গ্রেফতারের জন্য কাছাড় পুলিশের এসপি, কাটিগড়া থানার ওসির কাছে দাবি জানিয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা প্রদানের আর্জি জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.