Header Ads

পাঁচ দফা দাবিতে'আমরা বাঙালী'-র বিক্ষোভ সমাবেশ


অনুপম পাল, বালিপিপলা : পানিসাগরের জামটিলায় জাতীয় সড়কের উপর শান্তিপূর্ণভাবে আন্দোলনরত জনতার উপর বিনা কারণে পুলিশের গুলিচালনার প্রতিবাদে বিক্ষোভে সামিল হন ত্রিপুরার বিশিষ্ট রাজনৈতিক সংগঠন 'আমরা বাঙালি'। জানা যায়, ডি,আই,জি অফিসের সামনে পাঁচ দফা দাবির ভিত্তিতে প্রতিবাদ সহ বিক্ষোভে সামিল হয়ে উক্ত ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে একটি স্মারকলিপিও প্রদান করেন সংগঠনের কর্মকর্তারা। উল্লেখ্য, গত 21 শে নভেম্বর, কাঞ্চনপুরে রিয়াং শরণার্থীদের নিয়ে ঘটে যাওয়া ঘটনাটির শান্তিপূর্ণ সমাধানে সরকারি হস্তক্ষেপ দাবি করে এলাকার জনসাধারণ পানিসাগরের জামটিলা এলাকায় জাতীয় সড়ক অবরোধের চেষ্টা করলে সেখানে উপস্থিত পুলিশ প্রশাসনের লোকেরা বিনা কারণে তাদের উপর ব্যাপক লাঠিচার্জ করে ও গুলি চালাতে শুরু করে। এতে একজন বাঙালি যুবক সহ  দুজন নিহত হন। আহত হন প্রায় 16 জনেরও বেশি। এরই পরিপ্রেক্ষিতে দোষীদের শাস্তি ও নিহতদের ক্ষতিপূরণের দাবিতে  ডি,আই,জি অফিসের সামনে স্মারকলিপি প্রদানের পাশাপাশি বিক্ষোভ সমাবেশ সহ প্রতিবাদে গর্জে উঠেন 'আমরা বাঙালী'-র কর্মকর্তারা। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন 'আমরা বাঙালী'-র ত্রিপুরা রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল, কল্যান পাল, বিপ্লব দাস, গীতাঞ্জলি দাস সহ অন্যান্যরা বলে বিশেষ সূত্রে জানা যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.