অনলাইনে বইমেলা শুরু করল ত্রিপুরার স্রোত প্রকাশনা
নয়া ঠাহর প্রতিবেদন, আগরতলা : একমাসব্যাপী ত্রিপুরা অনলাইন বইমেলা শুরু হলো মঙ্গলবার ভারতীয় সময় সন্ধ্যা
৫টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যা সাড়ে পাঁচটায় ।বিপুল উৎসাহে উৎসবের মেজাজে স্রোত
আয়োজিত অনলাইন বইমেলার উদ্বোধন করেন বিশ্বের বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
অনলাইনে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আমস আরেফিন সিদ্দিকি,
লেখক বাচিকশিল্পী বেলায়েত
হোসেন, বাংলাদেশ বাংলা
একাডেমির উপপরিচালক গবেষক কবি ও প্রাবন্ধিক তপন বাগচী বাংলাদেশের রংপুরের আইডিয়া প্রকাশনীর প্রকাশক
সাকিল মাসুদ, কবি সম্পাদক
সন্দীপ সাহু, ডক্টর শ্যামোৎপল
বিশ্বাস প্রমুখ। সঞ্চালনার
দায়িত্বে ছিলেন সাংবাদিক কবি ও সম্পাদক সুশান্ত নন্দী। সময় ও অনলাইন কারাগরি জনিত নানা কারণে সকল
অতিথিরা অনলাইনে যুক্ত হতে না পারলেও ভিডিও রেকডিং করে পাঠিয়েছেন মৃত্তিকা চাকমা,
লিসা বিশ্বাস, বিভা বসু,রীতা ঘোষাল,অদিতি তাঁতী, প্রগতি মজুমদার, তুষারকান্তি সাহা, নিয়তি রায়বর্মন,বীথিকা চৌধুরী, সাকিল মাসুদ, রমজান বিন মোজাম্মেল,সোমা লাহিড়ী মল্লিক। এক মাস চলবে এই অনলাইন
বইমেলা। স্রোত প্রকাশনার বই সহ এই মেলায় আরও কম করেও ১০টি প্রকাশনার উল্লেখযোগ্য
গ্রন্থ পরিবেশিত হবে।পাঠক লেখক পরিবেশকৃত বই থেকে বাছাই করে স্ব স্ব প্রকাশকদের
একাউন্টে টাকা প্রেরণ করে হোয়াটসঅ্যাপ এ জানিয়ে দিলেই পৌঁছে দেওয়া হবে পছন্দের বইটি
ক্রেতা তথা পাঠকের ঘরে।করোনাকালে ঘরে বসেও লেখক পাঠকরা বইমেলার আমেজে আনন্দ নিতে
থাকবে নাচ-গান, আবৃত্তিও। প্রসঙ্গত,
ত্রিপুরা অনলাইন বইমেলা
সারা উত্তর-পূর্ব ভারতে প্রথম। লেখক পাঠক ও প্রকাশকদের সম্মিলিত শুভকামনা ও উৎসাহ
স্রোত প্রকাশনাকে আরো কাজ করার প্রেরণা যোগাবে বলে জানালেন প্রকাশিকা সুমিতা পাল।
কোন মন্তব্য নেই