Header Ads

বিটিআর নির্বাচন বিজেপি দলের সেমিফাইনাল, কোনো দলকে পাশে ছাড়া মসনদ দখল করতে পারবে না

অমল গুপ্ত, গুয়াহাটি

অসমের সাধারণ নির্বাচনের আগে সেমিফাইনাল বলা চলে বিটিআর নির্বাচনকেবোরোলান্ড টেরিটোরিয়াল রিজিয়ন বা বিটিসির বদলে এখন বিটিআর নির্বাচনে পরবর্তীতে ৬০টি আসনে নির্বাচন হবে এখন ৪০টি আসনে নির্বাচন হচ্ছে। ৭ ডিসেম্বরে বাক্সা,  উদালগুড়ি জেলাতে নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিজেপির স্টার ক্যাম্পেনার হিমন্ত বিশ্ব শর্মা দাবি করলেন প্রথম দফা নির্বাচনে বিজেপি ১৬টি আসনে জয় লাভ করবেই। মোট ৪০ আসনের মধ্যে ১৬টি, ম্যাজিক ফিগার ২১টি তাই ৫টি আসন অনায়াসেই পেয়ে যাবে তার আবেদন হাগ্রামা মহিলারির বিপিএফকে ভোট দিয়ে ভোটটি নষ্ট করবেন না। একদিনের বন্ধু হাগ্রামা মহিলারি আজ হিমন্তের ঘোরতর শত্রু, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালকে বেশি পছন্দ করেন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে হাগ্রামা এক প্রকার প্রায় ঘোষণার সুরে বলেছিলেন অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন সর্বানন্দ, রাজ্যে ভবিষ্যতে মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখা হিমন্ত বিশ্ব শর্মা সেই দিন থেকে হাগ্রামাকে শেষ করার সংকল্প নিয়েছেন কিন্তু হাগ্রামাকে সহজেই শেষ করা যাবে না। বিজেপি সরকারে বি পি এফ-এর তিনজন আছেন, চন্দন ব্রহ্ম, প্রমীলা রানী ব্রহ্ম এবং রিহান দৈমারীতাদের প্রভাব প্রতিপত্তি কম নেই, তারা হাগ্রামাকে কোনোদিন ছাড়বে না, মন্ত্রিত্ব ছেড়ে দিতে পারেন। বি পি এফ, সাংসদ নব সরনিয়ার গণ সুরক্ষা পার্টি, কংগ্রেস এ আই ইউ ডি এফ জোট এবং প্রমোদ বড়োর ইউ পি পি এল নির্বাচনে অবতীর্ণ হয়েছে। সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত অঞ্চলে বদরুদ্দিন আজমল এবং কংগ্রেস সভাপতি রিপুন বরার প্রচার ভাল ফল আসবে। প্রাক্তন আবসু প্রধান প্রমোদ বড়ো মূলত হগ্রামার ব্যাপক দুর্নীতি নিয়ে সরব হয়েছেন। এবং প্রায় ৪ শতাংশ বাঙালি হিন্দু ভোটের দিকে  বিশেষ দৃষ্টি দিয়েছেন। বিজেপি তিনজন বাঙালি হিন্দু প্রতিনিধি ধর্ম নারায়ণ দাস, অবিরাম মহানায়ক এবং গৌতম দাসকে প্রার্থী করেছে ইউ পি পি এল সুশীল দাস এবং বি পি এফ সমর্থিত প্রার্থী হয়েছেন রবিন বিশ্বাস। ৪০টি আসনের মধ্যে ১০ টি আসন ওপেন৫টি আসন অবড়োদের জন্যে সংরক্ষিত। নির্বাচনের প্রচারের গতি প্রকৃতি দেখে মনে হয়কোনো দল এককভাবে বি টি আর গড়তে পারবে না। প্রমোদ বড়োর ভাব মূর্তি ভালো,  প্রচারে ভিড় ভালোই। বিপিএফ সাংসদ বিশ্বজিৎ দৈমারী বিজেপিতে যোগ দেওয়ার পর বিজেপির সম্ভবনা উজ্জ্বল হলেও বি পি এফের বিশেষ ক্ষতি হয়নি। বিজেপি ব্যাপক প্রচার করলেও এককভাবে সরকার গড়তে পারবে না। তা এখনি বলে দেওয়া যেতে পারেতাকে ইউ পি পি এল বা নির্দল দের সাহার্য নিতে হবে। প্রমোদ বোড়োর সঙ্গে বিজেপির এক গোপন সমঝোতা হয়েছে বলে খবর পাওয়া গেছে, সেই খবর একেবারে অতিরঞ্জিত নয়। এই দুই দল মিলে বি টি আর গড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কংগ্রেস ইউ ডি এফ দুটি দলে সমঝোতা হয়েছেদুটি দলই এবার খাতা খুলবে, গণ সুরক্ষা পার্টি অবড়ো ভোটের দিকে তাকিয়ে আছেকিন্তু এবার ইউ ডি এফ, কংগ্রেস তাদের ভোট কেড়ে নেবে বিজেপি বড়ো ভোটের দিকে চেয়ে প্রচার করছে বিটিসির সব উন্নয়ন বিজেপি করেছে, কংগ্রেস কিছুই করেনি এই প্রচার ধোপে টিকবে না, তরুণ গগৈ-এর সময়ে বিটিসির ব্যাপক উন্নয়ন হয়েছেসব ক্ষেত্রে হাগ্রামাকে দোষারোপ করা ঠিক নয়। দুর্নীতি কোনো ইস্যু নয়। উন্নয়ন ইস্যু, সেই উন্নয়নে হাগ্রামার ও সদর্থক ভূমিকা আছে তবে ভোটাররা পরিবর্তন চাইছে এন ডি এফ ও এবার চারটি আসনে লড়বে ইউ পি পি এল দু-জনকে প্রার্থী করেছে। এই নির্বাচনে বিজেপি, বিপিএফ, ইউ পি পি এল, গণ সুরক্ষা পার্টি, এ আই ইউ ডি এফ, কংগ্রেস কোনো দলই প্রত্যাশা অনুযায়ী ভোট পাবে না, ব্যাপকভাবে ভোটের বিভাজন ঘটবে রাত পোহালে কোকড়াঝার, আর চিরাং জেলাতে নির্বাচন, হাগ্রামার কেন্দ্র দেবরগাঁও বাওখুঙরি কেন্দ্রে বিজেপি তাদের প্রচার জোরদার করেছে। কিন্তু হাগ্রামার জন সমর্থনে চিড় ধরাতে পারেনি। কে বিটি আর দখল করবে তা বলা না গেলেও এককভাবে কোনো দল মসনদ দখল করতে পারবে না। বিজেপি, ইউ পি পি এল দুটি দলে সমঝোতা করে মসনদ দখলের পূর্বাভাস উজ্জ্বল হচ্ছে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.