দু-পয়সার সাংবাদিক, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের শাস্তি হবে না প্রশ্ন সাংবাদিক সমাজের
কলকাতা : নিজের জীবনের ঝুঁকি নিয়ে, আর্থিক
দুরাবস্থার মধ্যে যারা মানুষের সেবা করেন সেই সাংবাদিকদের নানাভাবে অপদস্থ করা হচ্ছে। বিজেপি আমলে সাংবাদিকদের মূল্যহীন করে দেওয়া
হয়েছে। উত্তরপ্রদেশের বিজেপি সরকারের আমলে সাংবাদিক হত্যা প্রায় জলভাত। বিজেপি সরকারের বিরুদ্ধে কলম ধরা যাবে না। শাস্তি
পেতেই হবে। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার ও সরকারের সমালোচনা করা সাংবাদিকদের নানাভাবে
অপদস্থ করছে। বিজেপির পথে চলছে। তৃণমূল সরকারের সাংসদ মহুয়া
মৈত্র সাংবাদিকদের তো দুপয়সার সাংবাদিক বলে অপমান করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কিছুই বললেন না। এককালের সাংবাদিক তৃণমূল সরকারের মুখপাত্র কুণাল ঘোষ, কলকাতা প্রেসক্লাব
প্রতিবাদ করেছে। যে ধরনের প্রতিবাদ হওয়া উচিত ছিল তা হয়নি। এই মহিলা সাংসদ নিজেকে বিশাল
কিছু ভাবেন। কাউকে পাত্তা দেন না। এর বহু নজির আছে। কৃষ্ণনগরের এই সাংসদের
বিরুদ্ধে আইনি নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। একাংশ সাংবাদিক মোটা অংকের
বিনিময়ে পেড নিউজ করে থাকে বলে অভিযোগ এসেই থাকে। কিন্তু সাংবাদিকদের জীবন-জীবিকা আজ অনিশ্চিত
হয়ে পড়েছে। হাজার হাজার সাংবাদিককে ছাটাই করা হয়েছে। হাজার হাজার সংবাদপত্র বন্ধ
হয়ে গেছে। কেন্দ্রীয় সরকারের সাংবাদিক বিরোধী স্থিতির প্রধান কারণ বলে সাংবাদিকদের
অভিযোগ। তবে কি মহুয়া মৈত্রের মত জনপ্রতিনিধি সাংবাদিকদের দুপয়সার সাংবাদিক বলে
অপমান করতেই থাকবে। কোনো জোরালো প্রতিবাদ হবে না। গণতন্ত্রের
চতুর্থ স্তম্ভ সংবাদপত্র হারিয়ে যাবে আর দুর্নীতিগ্রস্থ নেতা মন্ত্রীদের লাগাম ছাড়া
দুর্নীতি চলতেই থাকবে।
কোন মন্তব্য নেই