কাটাখাল জংশনে রেলওয়ে ফুট ওভারব্রীজের কাজ সম্পন্ন
সানি রায়, পাঁচগ্ৰাম : বদরপু্র রেলওয়ে সাব ডিভিশনের অধীনস্থ কাটাখাল জংশনে রেলওয়ে ফুট ওভারব্রীজের কাজ সম্পন্ন হয়েছে। জানা যায়, উক্ত ওভারব্রীজের বরাতপ্রাপ্ত ঠিকাদার অনুপ নন্দী ইতিমধ্যে কাজটি সম্পন্ন করে বিভাগীয় কর্তৃপক্ষদেরকে সমঝে দিয়েছেন। তবে রেলওয়ে সূত্রে খবর অনুযায়ী অতিশীঘ্রই বিভাগীয় ঊর্ধতন কর্তৃপক্ষের উপস্থিতিতে চালু হবে এই ফুট ওভারব্রীজটি। এবং এতে কাটাখালবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে এবং সেইসঙ্গে তারা অতি সহজেই এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে আসাযাওয়া করতে পারবেন। তাছাড়া, পার্শ্ববর্তী গ্ৰামে বসবাস করা এলাকার জনসাধারণও এই রেলওয়ে লেভেল ক্রসিং পারাপারেও সুবিধা লাভ করবেন বলে জানান বিভাগীয় কর্তৃপক্ষরা সহ সচেতন নাগরিক। তবে আরেকদিকে পাঁচগ্ৰাম পুরাতন বাজার রেলওয়ে স্টেশন পারাপারের জন্য ফুট ওভারব্রীজ নির্মাণের দাবি এবং সিদ্ধেশ্বর কপিলাশ্রমের ফুট ওভারব্রীজের দাবিটিও দীর্ঘদিন থেকেই করে আসছেন পাঁচগ্ৰামের বাসিন্দারা। কিন্তু আজ অবধি এর কোনো সমাধান হয়নি। সুতরাং এই দুটি দাবি নিয়ে বিগত ২০১৪-১৫ সাল থেকেই প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি চলছে শীঘ্রই পাঁচগ্ৰাম এবং সিদ্ধেশ্বর কপিলাশ্রমের ফুট ওভারব্রীজের কাজটি শুরু করার জন্য সাংসদ কৃপানাথের দৃষ্টি আকর্ষণ করেছেন পাঁচগ্ৰামের বাসিন্দারা।
কোন মন্তব্য নেই