Header Ads

করিমগঞ্জে চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতাল স্থাপন: মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান


নয়া ঠাহর প্রতিবেদন, করিমগঞ্জ: উল্লেখ্য, 2016  সাল থেকে বার বার বরাক-ব্রহ্মপুত্র-পাহাড়-সমতলের সম উন্নয়নের কথা বলে আসা সত্ত্বেও আজ অবধি করিমগঞ্জ জিলা, উন্নয়ন থেকে বঞ্চিতই রয়ে গেছে। এছাড়া, বর্তমান নেতৃত্বাধীন সরকার বারবার করিমগঞ্জ চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতাল স্থাপনের প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। এরই পরিপ্রেক্ষিতে বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি, করিমগঞ্জ জিলা সমিতির পক্ষ থেকে আগামী নির্বাচনের আগে করিমগঞ্জে জমি নির্ধারণ করে চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতাল তৈরির জন্য সকল নিয়মাবলীকে মান্যতা দিয়ে উক্ত কাজটির শিলান্যাস করে কাজের শুভারম্ভ করার দাবি জানিয়ে একটি লিখিত স্মারকলিপি আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের উদ্দেশ্যে প্রেরণ করেন এবং এর একটি প্রতিলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এবং সংবাদ মাধ্যমকে প্রেরণ করেন বলে জানা গেছে। এবং সেইসঙ্গে বর্তমান সরকার করিমগঞ্জবাসীর এই বৃহত্তর সমস্যার সমাধানে অতিসত্ত্বর ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির করিমগঞ্জ জিলা সমিতির সকল কর্মকর্তা সহ জনসাধারণ। এছাড়া এদিন উক্ত স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন নির্মাল্য দাস, গৌতম চৌধুরী, প্রতীমরাজ ভট্টাচার্য সহ অন্যান্যরা ।এক  বিশেষ সূত্রে খবরটি জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.