Header Ads

দামোদর মাসের সমাপন উপলক্ষে শোভাযাত্রা বিহাড়ায়

বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ দামোদর মাসের সমাপন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় বিহাড়াতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের লোকেরা। এদিনের শোভাযাত্রায় বিহাড়া ছয়ারণবস্তি, মোহনপুর ও বুরুঙ্গা গ্রামের ধর্মপ্রাণ বিষ্ণুপ্রিয়ারা অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি বিহাড়া বাজার হয়ে গোপীনাথ ধাম আশ্রমে এসে পৌঁছয়। সেখানে বিশেষ আরতি ও পূজা অর্চনার পর ছয়ারণ বস্তির জগন্নাথ মন্দিরে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। দামোদর মাসের সমাপন অনুষ্ঠানে ধর্মগ্রন্থ পাঠ, ধর্ম মূলক আলোচনা ও ভক্তিগীতির আয়োজন করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.