স্নাতকে দ্বিতীয় স্থান প্রাপ্ত পুষ্পিতা দাসকে সংবর্ধনা জানালেন বিশ্বরূপ ভট্টাচার্য
সুব্রত দাস, বদরপুর: এবারের স্নাতক চুড়ান্ত বর্ষের পরীক্ষায় দ্ধিতীয় স্থান দখলকারি পুষ্পিতা দাসকে সংবর্ধনা জানালেন ভারতীয় জনতা পার্টির আসাম প্রদেশের মুখপাত্র বিশ্বরূপ ভট্টাচার্য তথা বিজেপি কর্মীরা।ঘোড়ামারা গ্রামের অবসরপ্রাপ্ত বিএসএফ কর্মী পার্থ সারথি দাস ও সবিতা রানী দাসের কন্যা করিমগঞ্জ কলেজের সংস্কৃত বিভাগের ছাত্রী পুষ্পিতা দাস আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে এবারের স্নাতক চুড়ান্ত বর্ষের পরীক্ষায় দ্বিতীয় স্থান (রৌপা পদক) পেয়ে সফলতা অর্জন করেছে।সোমবার ভারতীয় জনতা পার্টির কর্মীরা পুষ্পিতা দাসের বাড়ীতে গিয়ে পুষ্পিতার এই সফলতার জন্য তাহাকে সংবর্ধনা প্রধান করেন।
পুষ্পিতা ২০১৫ ইংরেজিতে করিমগঞ্জ সরস্বতী বিদ্যা নিকেতন থেকে ৭৬.৬% মার্ক্স্ পেয়ে ফার্স্ট ডিভিশনে পাশ করেছিল,২০১৭ ইংরেজিতে ৭০% মার্ক্স্ পেয়ে ফ্রন্টিয়ার জুনিয়র কলেজ থেকে কলা বিভাগে ফার্স্ট ডিভিশনে পাশ করেছিল পুষ্পিতার এই সাফল্যের জন্য এলাকার সবাই খুব আনন্দিত ও উৎসাহিত বলে প্রাপ্ত সূত্রে জানা গেছে।
কোন মন্তব্য নেই