Header Ads

স্বাধীনতা আন্দোলনের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিবস পালিত হাইলাকান্দিতে


জপমালা চক্রবর্তী, হাইলাকান্দি : অল ইন্ডিয়া ডি এস ও, কমসমল্ এবং অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এর যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা আন্দোলনের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিবস পালিত হয়। জানা যায়, আজ হাইলাকান্দি শহরের মাটিজুরী পয়েন্টে সকাল ৮-৩০ মিনিটে কমসমল্ বাহিনী শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে গার্ড অফ অনার প্রদর্শন করে। এরপর অল ইন্ডিয়া ডি এস ও এর রাজ্য কমিটির সদস্যা  সঞ্চিতা শুক্ল সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন,  শহীদ ক্ষুদিরামের বিপ্লবী চেতনা, আত্মবলিদান, চরিত্রের বৈশিষ্ঠতা, স্বদেশপ্রেম ছিল প্রেরণাদায়ক। এছাড়া বর্তমান সমাজে ঘটে যাওয়া নৈতিক অবনমন, অন্যায় অবিচার, অপসংস্কৃতির জোয়ার, মধ্যযুগীয় চিন্তার প্রসার, নারী নির্যাতন তথা কৃষকদের আত্মহত্যার মত করুণ দৃশ্য বৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় দেশ আজ জর্জরিত। তাই এই সমাজ ব্যবস্থা পাল্টাতে আজ শহীদ ক্ষুদিরামের আদর্শ চেতনা খুবই প্রাসঙ্গিক। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন এস ইউ সি আই দলের হাইলাকান্দি জিলা কমিটির সম্পাদক প্রভাস চন্দ্র সরকার, দলের প্রবীণ সদস্য সুশীল পাল, আফজল হোসেন মজুমদার এবং অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এর পক্ষ থেকে সোমা পাল প্রমুখ।এক প্রেস বিবৃতিতে খবরটি  জানা যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.