কালাইনে ট্রাকের ধাক্কায় প্রান হারালো পাঁচ কলেজ ছাত্র : শোক বার্তা মুখ্যমন্ত্রীর
নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়াঃ বুধবার দুপুরে কালাইন লক্ষ্মীপুরে সংঘটিত এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালো কলেজের পাঁচ পড়ুয়া। নিহতরা বদরপুর নবীন চন্দ্র কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র। বুধবার দুপুরে কলেজ থেকে অল্টো নিয়ে বাড়ী ফেরার পথে আচমকা উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাকের সাথে সজোরে ধাক্কা খেলে দুর্ঘটনাটি ঘটে। ট্রাকের ধাক্কায় অল্টো গাড়িটি পাশের পুকুরে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই চারজন ছাত্রের মৃত্যু হয়। অন্য একজনকে শিলচর নিয়ে যাওয়ার পথে রাস্তায়ই প্রাণ হারায়। দুর্ঘটনায় নিহত ছাত্ররা যথাক্রমে আরিফ আনসারি, মনজুর আহমেদ, জফর হোসেন, সলমন আলম ও গোবিন্দ বৈষ্ণব বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এনসি কলেজের অধ্যক্ষ মুর্তাজা হোসেন। উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে রাখে। কাটিগড়া থানার ওসি নয়নমনি সিনহা ও কালাইনের ইনচার্জ অমল পালের চেষ্টায় জাতীয় সড়ক অবরোধ মুক্ত না হওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস সার্কেল অফিসার প্রাণজীৎ দেবকে ঘটনাস্থলে আসতে হয়। কাটিগড়ার বিধায়ক অমর চাঁদ জৈন ঘটনাস্থলে উপস্থিত হলে সড়কের দূরাবস্থার জন্য উত্তেজিত জনতার রোশের শিকার হন তিনি। ঘটনাস্থলে উপস্থিত হন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আন্দোলনকারীদের সাথে দীর্ঘ আলোচনার করে প্রায় ছয় ঘন্টার পর জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়। এদিকে ছাত্রদের মৃত্যু সংবাদ পেয়ে এক প্রেস বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দন সাণোয়াল। তিনি নিহতদের আত্মার চির শান্তি কামনা করেন ও পরিবারের সমবেদনা জানান।
কোন মন্তব্য নেই