বিজেপির মিশন-২১ বাস্তবায়নের স্বপ্নে বিভোর দলীয় কর্মী-সমর্থকরা
সানি রায়, পাঁচগ্ৰাম : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্র 'সবকা সাথে সবকা বিকাশ' এবং অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের ও বিত্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মিশন-২১ এর স্বপ্নগুলোকে বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যেতে বরাকের কয়েকজন বিধায়ক রাতের ঘুম ছেড়ে দিয়েছেন। তারই এক নিদর্শন পাওয়া গেল বড়খলা বিধানসভা অধীনস্থ এলাকায়। জানা যায়, জলসম্পদ বিভাগের নদীভাঙন প্রতিরোধের এস.ওপি.ডি এর অর্থানুকূল্যে প্রায় ৬ কোটি ৪৭ লক্ষ টাকার একটি বৃহৎ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বড়খলার বিধায়ক কিশোর নাথ বলেন, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় ৯৫ শতাংশ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে বিজেপি সরকার। তাই আগামীতে রাজ্যের জনতাই নির্ধারণ করবেন আসন্ন বিধানসভায় কোন দল সরকার গঠন করবে। এছাড়াও জানা যায়, বিগত কয়েক বছর থেকেই বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজনগর জিপির মানিকপুর গ্ৰামের নদী তীরের বাসিন্দারা এই বরাক নদীর ভাঙনে ভুগছেন। এমনকি গ্ৰামের পাকা রাস্তাটিও তলিয়ে যাচ্ছে নদীর তলদেশে। দীর্ঘ বছর ধরে দরিদ্রতার সঙ্গে লড়াই করে যাওয়ার পাশাপাশি দিনের পর দিন প্রতিশ্রুতির ফুলঝুরি ছাড়া অন্য কিছু পাননি তারা কংগ্রেস সরকারের কাছ থেকে। তবে এবার তাদের দীর্ঘদিনের অধরা স্বপ্ন পূরণ হলো বলে দাবি করেন বিধায়ক কিশোর নাথ। এছাড়া জানা যায়, প্রায় ৩২৫ মিটার অংশের ভাঙন প্রতিরোধের জন্য আধুনিক পদ্ধতি ব্যবহার করা হবে। শুরু হয়েছে কাজের পরিকল্পনা। এবং আগামী চার মাসের মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে আশ্বাস দেন জলসম্পদ বিভাগের কার্যবাহী বাস্তুকার পি কুমার তুরং। এবং সেইসঙ্গে একশো দিনের মধ্যে এই কাজটি সম্পন্ন করতে বিভাগীয় কর্মকর্তাদের কাছে অনুরোধ জানান বিধায়ক কিশোর নাথ। এছাড়াও রাজনগর এলাকায় থাকা আরও কয়েকটি রাস্তার কাজ কয়েকদিনের মধ্যেই শিলান্যাস করবেন বলে জানান বিধায়ক কিশোর নাথ। এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিলচরের সাংসদ প্রতিনিধি পুলক দাস এবং বিভাগীয় ইঞ্জিনিয়ার। এছাড়া উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার জে আর লালসিম, রাজনগর জিপি সভাপতি এ এ বড়ভূইয়া সহ গ্ৰামের স্থানীয় জনসাধারণ প্রমুখ। সবমিলিয়ে বিজেপির মূল মন্ত্র 'সবকা সাথ সবকা বিকাশ' কে পরিপূর্ণ করতে সদা সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বিধায়কগণের বলে বিশেষ সূত্রে খবরটি জানা গেছে।
কোন মন্তব্য নেই