নয়া ঠাহর প্রতিবেদন, করিমগঞ্জঃ ৬ ডিসেম্বর শৌর্যদিবসে শ্রীভূমি বা করিমগঞ্জ জেলায় বিশাল র্যালি বের করল বজরং দল। প্রস্তুতি ছিল আগে থেকেই। সকাল নয়টা থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকেই বজরঙ্গীরা শহরে ঢোকার মুখে পেট্রোল পাম্পের সামনে জড় হতে শুরু করেন । দশটার মধ্যে পৌছে যান সংগঠনে রাষ্ট্রীয় সংযোজক এস সোলাঙ্কি সহ আগামী বিধান সভা নির্বাচনে উত্তর করিমগঞ্জ আসনে বিজেপি টিকিটের প্রবল দাবিদার পবিত্র রঞ্জন রায়, জেলা পরিষদ সভাপতি আশীষ নাথ, সংগঠনের কর্মকর্তা নীলোৎপল দাস, পূর্ণ দাস, বিশ্বজিৎ দাস, পৃথ্বিজীৎ পাল, সুমন ধর প্রমুখ। বেলা সাড়ে দশটায় শুরু হয় মিছিল। এস সোলাঙ্কি, পবিত্র রঞ্জন রায় প্রমুখদের নেতৃত্বে মিছিলটি শহর ঘুরে রামকৃষ্ণ মিশন হয়ে জেলা গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়। পরে জেলা গ্রন্থাগার ভবনে বজরং দলের বিভিন্ন কার্যসূচী নিয়ে বক্তব্য রাখেন মুখ্য বক্তা এস সোলাঙ্কি।
কোন মন্তব্য নেই