Header Ads

বদরপুর বিশ্ব হিন্দু পরিষদের প্রখণ্ড সমিতি পুনঃগঠন


সুব্রত দাস,বদরপুর: মঙ্গলবার শ্রীগৌরী মাধবধাম গৌরেশ্বর মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক সভার মাধ্যমে বদরপুর প্রখণ্ড সমিতি পুনঃগঠন করা হয়। প্রথমে ওমকার ও বিজয় মহামন্ত্রের ধ্বনির এবং বৈদিক আচার পদ্ধতিতে সভা শুরু হয়। এই সভা বিশ্ব হিন্দু পরিষদের করিমগঞ্জ জেলা সম্পাদক বিশ্বজিত নাগ চৌধুরীর পৌরোহিত্য হয়। প্রথমে পরিষদের জেলা সম্পাদক বিশ্ব হিন্দু পরিষদের উদ্দেশ্যে ও আদর্শ নীতি নির্দেশিকা সমন্ধে স্ববিস্তারে আলোচনা করেন। ততসঙ্গে রামমন্দির নির্মাণের অভিযান ও বিবিধ ক্ষেত্র নিয়েও আলোচনা করেন। পরে জেলা সম্পাদক আলোচনা ক্রমে বদরপুর প্রখণ্ড সমিতি পুনঃগঠন করেন। এতে সিদ্ধার্থ শংকর দত্তকে সভাপতি,অসিম মজুমদার,সুশান্ত দত্ত,কল্লোল মজুমদারকে সহ-সভাপতি,অপূর্ব কাঞ্চন ধর সম্পাদক,বজরং দলের সংযোজক আশীষ আশ্চার্যী,পূজা গোয়ালা দূর্গাবাহিনীর সম্পাদিকা  মনোনীত করা হয়। সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বদরপুর নগর কার্যবাহ এস দাস,দক্ষিণ আসাম প্রান্তের গো সেবা প্রমূখ মহেন্দ্র চন্দ্র দাস,বিশ্ব হিন্দু পরিষদের প্রান্ত সহ-সেবা প্রমুখ নিরুপম আশ্চার্যী প্রমূখ। সভার সমাপন পূর্ণদা মন্ত্রের মাধ্যমে শেষ হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.