Header Ads

৮ ডিসেম্বর ভারত বন্ধের সমর্থন জানাল অনুসূচিত জাতি ছাত্র সন্থা

 

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ কৃষকদের অস্তিত্ব সঙ্কটজনক অবস্থায় এসে দাঁড়িয়েছে। তিনটি কৃষকবিরোধী আইন বাতিলের দাবিতে সারা ভারতবর্ষের কৃষকদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদকে সমর্থন জানিয়েছে সদৌ অসম অনুসূচিত জাতি ছাত্র সন্থা। সন্থার সম্পাদক পরশজ্যোতি দাস সংবাদ মাধ্যমকে এক বিবৃতিতে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের কৃষকদের প্রতি প্রতারণার সৃষ্টি করেছে। প্রকৃতার্থে কেবল পূজিপতির স্বর্থে কাজ করা ধর্মান্ধবাদী ব্যবসায়ী সরকার ভারতবর্ষের কৃষকদের হত্যা করার কুটিল ষড়যন্ত্রের রচনা করেছে। তিনটি কৃষকবিরোধী আইন গণতান্ত্রিকভাবে চাপিয়ে দিয়ে কৃষকদের সামান্যতম অধিকারটুকুও কেড়ে নেওয়ার জন্য উঠেপরে লেগেছে। যার ফলে সমগ্র ভারবর্ষে গড়ে উঠেছে কৃষক বিদ্রোহ। কিন্তু এই ফাসিবাদী সরকার কৃষকদের গণতান্ত্রিক আন্দোলনকে কঠোরভাবে দমন করার জন্য কৃষকদের ওপর অমানবীয় অত্যাচার করতে কুণ্ঠাবোধ করেনি। সন্থার পক্ষ থেকে জানিয়েছে, "জয় জওয়ান জয় কিষাণ" শীর্ষক ভারতবর্ষের সন্মানীয় শ্লোগানটিকে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারে সমূলে নাকচ করেছে। পরশজ্যোতি দাস এক বিবৃতিতে জানিয়েছন, ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ। কৃষকরা হল আমাদের অন্ন দাতা। সেই কৃষকদের বিপদ মানে ভারতবর্ষের মূল পরিকাঠামোর প্রতি দুর্যোগ নেমে আসা। তার জন্যই এগিয়ে আসতে হল কৃষক বিদ্রোহকে সমর্থন জানাতে। ৮ ডিসেম্বরে বিদ্রোহী কৃষকদের আহ্বানে ভারত বন্ধ কার্যসূচিকে এই সন্থা পুরোপুরি সমর্থন জানিয়েছে বলে জানান তিনি। এই তিনটি আইন বাতিল না করলে অসমেও আন্দোলনের পরিবেশের সৃষ্টি হবে বলে জানিয়েছেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.