মহা ধুমধামে রাখাল রাস পালন করলো বিহাড়া জ্বলাগ্রামের বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের লোকেরা
বি.এম.শুক্লবৈদ্য,বিহাড়াঃ কাটিগড়া বিধানসভার বিহাড়া জ্বলাগ্রামে মহা ধুমধামের সাথে রাখাল রাস পালন করলো বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের ভক্তপ্রাণ লোকেরা। সোমবার গ্রামের শ্রীমণ্ডপে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী এই রাস-উৎসব। এতে গ্রামের বালিকারা রাখাল সাজে সজ্জিত হয়ে রাসলীলা পরিবেশন করেন। অনুষ্ঠানে শ্রীকৃষ্ণের বাল্যলীলার বিভিন্ন অংশ অভিনয়ের মাধ্যমে পরিবেশন করা হয়। এতে কৃষ্ণ চরিত্রে অভিনয় করেন পূজা সিনহা ও বলরাম কাবেরি সিংহা।দোয়ার ও মাথাং যথাক্রমে শিউলি ও সুপর্ণা সিনহা। নন্দ মহারাজ ও উপানন্দের আসন অলংকৃত করেন দেবেন্দ্র সিনহা ও পঙ্কজ সিনহা। রাসধারী, সূত্রধারী ও ডাকুলা যথাক্রমে শ্যামকিশোর সিনহা, শান্তি সিনহা ও সেনামাতুর সিনহা। গোপালের সাজে সজ্জিত বালিকারা হলেন নিরুপমা, রানী, সুদীপ্তা, মেঘনা, নিরলা, রেশমি, সুইটি, মিরা, তনুশ্রী, জয়শ্রী, পূজা, বর্ণালী ও অবন্তিকা সিনহা। অনুষ্ঠানটি পরিচালনা করেন দেবেন্দ্র সিনহা, ধীরেন সিনহা, বিকল মিশ্র সহ অন্যরা।
কোন মন্তব্য নেই