কৃষক বিলের বিরোধে উত্তাল বদরপুর
সুব্রত দাস,বদরপুর: কৃষক বিলের ভারত বন্ধ সর্মধনে বদরপুর জাতীয় সড়কে উত্তাল করে তোলে পিকেটেরা। বিজেপি সরকার মুর্দাবাদ,আসাম সরকার মুর্দাবাদ,এই বিল মানছি না মানব না বলে সড়ক অবরোধ করে। এবং কিছু কিছু জায়গায় ট্রায়ার জ্বালিয়ে বিরোধ প্রদর্শন করে।উনারা বলেন এই কৃষক বিল মোদী সরকার যতদিন পর্যন্ত বাতিল না করবে তাদের এই আন্দোলন এই ভাবে জারী রাখবে বলে জানান। তারা বলেন ভারত সরকার কৃষকদের বিরুদ্ধে যে আইন এনেছেন তা শুধু কৃষকদের নয়,পুরো ভারতের প্রতিটি মানুষের বিরুদ্ধে অত্যাচারের একটি আইন। কিন্তু পুলিশ প্রশাসনের তৎপরতায় বেশী সময় সড়ক অবরোধ করে সক্ষম হয় নাই এবং কিছু পিকেটারকে পুলিশ এরেষ্ট করেছে বলে জানা গেছে।
কোন মন্তব্য নেই