Header Ads

অশ্রুপূর্ণ জলে শেষ বিদায় বদরপুর এনসি কলেজের পাঁচ পড়ুয়ার


সুব্রত দাস, বদরপুর: বুধবার কালাইন-লক্ষীপুরে ট্রাকের ধাক্কায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত পাঁচ এনসি কলেজের বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের বদরপুর এনসি কলেজে সম্মানের সহিত অশ্রুপূর্ণ জলে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন কলেজের ছাত্র-ছাত্রী,শিক্ষক,জনপ্রতিনিধি সহ অন্যানরা।অন্যদিকে আজ সকাল থেকে বদরপুর জাতীয় সড়ক অবরোধ করে কলেজের পডুয়ারা।প্রসঙ্গত,বুধবার কালাইন-লক্ষ্মীপুর  সড়ক দুর্ঘটনায় স্থানীয় বিধায়ক দুই ঘন্টার পর আসায়, স্থানীয় জনগণ অত্যন্ত ক্ষুব্ধ হয় এবং বিধায়ক বিরুদ্ধে আওয়াজ তোলে। জানা গেছে,এনসি কলেজের এক পড়ুয়া শিবলি বড়ভূঁইয়া নামে এজাহার দায়ের করেন বিধায়ক অমর চাঁদ জৈন এবং রাত্রি আড়াইটা  নাগাদ ছাত্রটিকে আটক করে পুলিশ।ছাত্রদের অভিযোগ চালকের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে উল্টো কলেজের ছাত্রের গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি জনপ্রতিনিধিকে আক্রমণ করেছে। তারা বলেন সেদিন রাতে শো শো আম জনতা ছিল কিন্তু তাদের প্রতি এজাহার না করে শুধু শিবলি বড়ঁভূইয়া নামে কেন এজাহার করেন।এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে কালাইন,কাঠিগড়া,বদরপুর,নিলামবাজার ইত্যাদি এলাকায় রাস্তায় নেমে সড়ক অবরোধ করে। এবং তারা দাবি রাখে শিবলি বড়ঁভূইয়া নিঃশর্ত ভাবে মুক্তি দেওয়ার জন্য। পুলিশ তরফে বলা হয়েছে শুধু জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে,এত অন্য কোন উদ্দেশ্য নেই ।তবে তারা পুলিশের এ কথায় অবরোধ তুলতে নারাজ। তাদের দাবি শিবলি বড়ঁভূইয়া উপর থেকে সমস্ত অভিযোগ তুলে স্বাভাবিক ভাবে কলেজে আসলেই তবেই তারা অবরোধ প্রত্যাহার করবে।কিছু সময় পর শিবলি বড়ঁভূইয়া আসার পর অবরোধ প্রত্যাহার করেন এবং তারা বলেন আগামীতে এ ধরনের ঘটনা বন্ধ করা না করলে ছাত্ররা বরাক উপত্যকা জুড়ে আন্দোলন গড়ে তুলবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.