কৃষক বিরোধী আইন প্রত্যাহারের দাবিতে হাইলাকান্দিতে বিক্ষোভ
জপমালা চক্রবর্তী, হাইলাকান্দি : কেন্দ্র সরকারের কৃষক বিরোধী আইন প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার স্বার্থে এবং দিল্লী অভিযানে লক্ষ লক্ষ কৃষকদের আন্দোলনকে সমর্থন পথে নামলো অল ইন্ডিয়া কিষাণ ক্ষেতমজুর ও অল ইন্ডিয়া ডি এস ও হাইলাকান্দি শাখা। এ নিয়ে বৃহস্পতিবার শহরের পুরাতন হাসপাতাল রোডে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে স্লোগান দিয়ে সাম্প্রতিক কালে কৃষকদের দিল্লী অভিযান আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানানো হয় এবং এই আন্দোলনকে দমানোর জন্য কেন্দ্রীয় সরকারের চক্রান্তের বিরুদ্ধে ধিক্কার ও জানানো হয়। একইসঙ্গে হরিয়ানা, পাঞ্জাব ও উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে গ্ৰেপ্তার হওয়া কৃষক নেতাদের বিনা শর্তে মুক্তির দাবি জানানো হয়। তাছাড়া, বিজেপির নেতৃত্বে পরিচালিত কেন্দ্রীয় সরকার যে মারাত্মক তিনটি কৃষি আইন প্রণয়ন করেছে তার বিরুদ্ধে সমস্ত দেশব্যাপী কৃষকদের প্রতিবাদ আজ এক নতুন রূপ নিয়ে এসেছে বলে এই বিক্ষোভ কর্মসূচিতে জানানো হয়। শুধু তাই নয়, দিল্লীতে কয়েকদিন ধরে শীতের প্রকোপ উপেক্ষা করে কৃষকরা যেভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয় বলে উল্লেখ করেন বিক্ষোভে উপস্থিত অনেকেই। এছাড়া তিনটি কৃষি আইন কার্যকরী করার মাধ্যমে কৃষি পন্য সহ অন্য অত্যাবশ্যকীয় সামগ্ৰীর উপর যে নিয়ন্ত্রন ছিল তা ও উঠিয়ে নেওয়া হয়েছে। বিক্ষোভে বক্তব্য রাখেন এ আই কে কে এম এস এর নেতারা এবং এ আই ডি এস ও এর নেতারা। তারা তাদের বক্তব্যে বলেন যে, কৃষি আইনের ফলে সরকারি প্রতিষ্ঠান এফ সি আই এবং জে সি আই এর মাধ্যমে সোজাসুজি সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে কৃষিজাত সামগ্ৰী যেভাবে কৃষকদের থেকে ক্রয় করার নীতি কার্যকর ছিল, তা সম্পূর্ণরূপে উঠিয়ে দেওয়া হয়েছে। বাস্তবে কৃষিপণ্য দেশি-বিদেশি পুঁজিপতিদের নির্ধারণ করা মূল্যে কৃষকদের ক্রয় করতে বাধ্য করা হয়েছে।এর ভয়াবহ পরিণতি যে কেবল কৃষকদের উপর বর্তাবে তা নয়, দেশের জনগণও এর ভয়াবহ পরিণতির শিকার হবেন বলে উনারা মন্তব্য করেন। উক্ত বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ডি এস ও'র আসাম রাজ্য কমিটির অন্যতম সদস্যা সঞ্চিতা শুক্ল, এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রবীণ সদস্য সুশীল পাল, আফজল হোসেন মজুমদার সহ অন্যান্যরা। বিশেষ সূত্রে খবরটি প্রতিবেদকে জানান হয়।
কোন মন্তব্য নেই