Header Ads

সাংবাদিকদের উপর আক্রমণ ও অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় শিলচর প্রেসক্লাবের পুলিশ ব্যর্থতার নিন্দা

 



নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : সাংবাদিক ইমাদ উদ্দিন মজুমদারের উপর হামলা চালানো অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও দোষীদের শাস্তির দাবী জানিয়েছ শিলচর প্রেসক্লাব। মঙ্গলবার কাছাড় জেলার সাংবাদিকরা পুলিশ সুপারের কার্যালয়ের দিকে রওয়ানা হন এবং কাছাড়ের কাঠিগোড়া এলাকার সাংবাদিক ইমাদ উদ্দিন মজুমদারের উপর হামলার প্রতিবাদে অফিস ঘেরাও করেন। শিলচর কাঠাল সড়ক এলাকার আরেক সাংবাদিক হিমু লস্করকে সম্প্রতি দুর্বৃত্তরা হুমকি দিয়েছে বলে জানা গেছে। শিলচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে এই প্রতিবাদের নেতৃত্ব দিয়ে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা করেছেন এবং পুলিশের ব্যর্থতাকে ধিক্কার দিয়েছেন। প্রেস ক্লাবের সক্রিয় সদস্য বিশ্বদীপ গুপ্ত প্রদর্শনস্থলে প্রতিবাদের সমর্থনে বক্তব্য রাখেন।  

অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে বলেন, কাঠিগড়ার ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কাঠাল সড়কের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, জেলার পুলিশ বাহিনী গণমাধ্যমকে পুরোপুরি সহযোগিতা করবে। শিলচর প্রেসক্লাবের সদস্যরা জানান, যদিও প্রশাসন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হয় তবে পরবর্তী আন্দোলন আরও জোরদার করা হবে।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.