Header Ads

রেল শ্রমিক নেতা রাখাল দাশগুপ্ত হাসপাতালে চিকিৎসাধীন

ছবি : বাপন আচার্য্য

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অল ইন্ডিয়া রেলওয়ে  মেনস ফেডারেশনের  সর্ব ভারতীয় চেয়ারম্যান  রাখাল দাশগুপ্ত মালিগাঁও সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি করোনা ভাইরাসে 

ছবি : বাপন আচার্য্য

আক্রান্ত হয়েছিলেন। তব এখন তিনি সুস্থতার পথে। উত্তর-পূর্বাঞ্চলের জনপ্ৰিয় রেল শ্রমিক নেতা, লামডিং, পান্ডুর রেলওয়ে কর্মীদের প্রাণের মানুষ রাখাল দাস গুপ্তের সুস্থতা কামনা করেছেন আপামর জনসাধারণ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.