Header Ads

শিলচরের ফকিরটিলায় বিশ্ব এইডস দিবস পালিত


নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : জনশিক্ষণ সংস্থান শিলচর এবং ফকিরটিলা-সাধুটিলা সমাজ উন্নয়ন সমিতির যৌথ উদ্যোগে আজ ফকিরটিলায় বিশ্ব এইডস দিবস পালিত হয়। অনুষ্ঠানে বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আসাম প্রান্তের 'সক্ষম ' সংস্থার সচিব মিঠুন রায়। এছাড়াও উপস্থিত ছিলেন জনশিক্ষণ সংস্থান শিলচর-এর পরিচালক শৌভিক দাস চৌধুরী। অনুষ্ঠানে এইচআইভি সমস্যা এবং এর প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া অনুষ্ঠানে উক্ত সংস্থার প্রাপ্তবয়স্ক সদস্যদের উপস্থিতিও প্রচুর পরিমাণে ছিল বলে বিশেষ সূত্রে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.