Header Ads

রাজ্যে আসছেন অমিত শাহ,করিমগঞ্জে বিজেপি রাজ্য বৈঠক এগিয়ে ২৩-২৪

 

সুব্রত দাস,বদরপুর(করিমগঞ্জ): করিমগঞ্জে আয়োজিত বিজেপির আসাম প্রদেশ কার্যনির্বাহী বৈঠক তিনদিন এগিয়ে আনা হয়েছে। ২৬-২৭ ডিসেম্বরের পরিবর্তে এখন হবে ২৩-২৪ ডিসেম্বর। করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য অনিবার্য কারণবশত সিদ্ধান্ত বদল করতে হয়েছে জানিয়েছে।তবে দলের বিভিন্ন সূত্রে জানা গিয়েছে,কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ২৬-২৭ ডিসেম্বর গুয়াহাটি সফরের দিন স্থির করেছেন। সে সময় গুয়াহাটি ছেড়ে আসা দলের প্রদেশ কর্তাদের পক্ষে সম্ভব নয় বলেই কার্যবাহী বৈঠকের দিন এগিয়ে আনা হয়েছে। এর আগে ২০১৪ সালে বিজেপির প্রদেশ কার্যনির্বাহী বৈঠক শিলচরে অনুষ্ঠিত হয়েছিল। বরাক উপত্যকায় এটিই হবে দ্বিতীয় বৈঠক। সুব্রতবাবু জানিয়েছে,করিমগঞ্জের সভা হবে সরকারী স্কুলের মাঠে সভাগৃহ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.