বীরভূম জেলার দুর্গার পট পূজা ৫০০ বছর অতিক্রান্ত
অমল গুপ্ত, কান্দি, মুর্শিদাবাদ : দুর্গা পুজো নিয়ে আমরা মেতে উঠি। কিন্তু নীরবে এক পুজো চলে যায়। আমরা খবর করিনা। পশ্চিমবঙ্গের লালমাটি, তাল, মহুয়া, পলাশ, রবীন্দ্র স্মৃতি
বিজড়িত জেলা বীরভূম, মোরাব্বার জন্যে বিখ্যাত সিউড়ি শহরের কাছে
লম্বেদরপুরের বৈদ্য পাড়া এক প্রাচীন জনপদের সরকার সেনগুপ্ত পরিবারের পটের দুর্গা
পূজা এক ঐতিহ্য বহন করছে। ৫০৪ বছর অতিক্রান্ত,
দুর্গা পূজার সপ্তমী থেকে
নবমী পর্যন্ত সংকল্প করে পূজা পার্বণের মাধ্যমে পট পূজা হয়। মাটির মূর্তি নয়,
কাপড়ে দুর্গা মূর্তি আঁকা
হয়। এই পরিবারের পট আঁকেন মহম্মদ বাজারের নিতাই
সূত্রধর, নবমীর দিন বলি
প্রথা আছে। পট বিসর্জন হয় পরের বছর মহালয়ার দিন, এই পরিবারের
সন্তান প্রশান্ত সরকার ঐতিহ্যবাহী অভিনব পট পুজোর খবর দিয়ে বলেন, বীরভূম জেলার এই পুজো দুর্গা পূজার আলোর রোশনাইয়ে
ঢাকা পড়ে গেছে। কিন্ত এত নিয়ম-নীতি এত আন্তরিকভাবে দুর্গার ছবির পট পূজা ভু-ভারতে অনুষ্ঠিত
হয় কিনা সন্দেহ আছে।
কোন মন্তব্য নেই