Header Ads

চাড্ডা, নাড্ডা,গড্ডা




কলকাতাঃ গত 11 ডিসেম্বরে পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন বিজেপির  সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা,তার কন ভয় আক্রমণ করেছিল  তৃণমূল কর্মীরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাড্ডা কে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছিলেন, চাড্ডা,নাড্ডা,গড্ডা তোমার পিছনে 50 টা গাড়ির কনভয়। বিজেপি  প্ল্যান করে আক্রমণ করেছিল। সেই মমতা বন্দ্যোপাধ্যায় গত14 ডিসেম্বরে নাড্ডার করোনা হয়েছে শুনে তাঁর আরগ্য কামনা করেন,বলেন পরিবারের জন্যে প্রার্থনা  করছি,তিনি সুস্থ হয়ে উঠুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.