চীন ব্রহ্মপুত্র নদে বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে
বিশেষ প্রতিনিধি, কলকাতা : চীনের ব্রহ্মপুত্র নদ যার নাম ইয়ারলুঙ সেখানে
বিশালএক জল বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করার খবর পাওয়া গেছে। তা নির্মিত হলে অসম, অরুণাচল প্রদেশ
ক্ষতি গ্রস্থ হবে, অসমে প্রায় ৯০০ কিলোমিটার
এলাকায় ব্রহ্মপুত্র প্রবাহিত, চীনের অববাহিকা অঞ্চলে জলের প্রবাহ কমে গেলে
অসমের নদ জলাভাবে ভূগবে কৃষি ক্ষেত্রে বিরাট লোকসান হবে। অসম সরকারের অনুরোধে এর
আগে ভারত সরকার চীন সরকারের সঙ্গে যোগাযোগ করে ছিল। চীন প্রতিশ্রুতি
দিয়েছিল, তারা ব্রহ্মপুত্রের উপর কোনো জল প্রকল্প নির্মাণ করবে না। কিন্তু সেই কথা রাখেনি, চীনের সংবাদপত্র বৃহৎ বিদ্যুৎ প্রকল্প
নির্মাণের খবর দিয়েছে। অসমে এই খবরে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভারত সরকার
প্রতিবাদ করবে বলে জানা গেছে।
কোন মন্তব্য নেই