Header Ads

বিধি নিষেধের মধ্যেও কালীপূজা বদরপুর শহরে

সুব্রত দাস, বদরপুর: মহামারীর জন্য সরকারের জারি করা কোবিড প্রটোকলের পরিপেক্ষিতে বদরপুর শহরে বড় মাপের পূজা না করলেও সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় উৎসাহ উদ্দীপনা কিন্তু কমেনি। আবহাওয়া অনুকূল থাকায় শনিবার রাতে মোটামুটি ভিড় ছিল। ধর্মীয় প্রথা মেনে রাত দশটায় নাগাদ পূজোর কার্যক্রম শুরু হয়। রবিবার রাতে কনকনে শীতের উপেক্ষা করে বয়স্ক,যুবক,কঁচিকাঁচা সবাই ছিলেন পূজোতে। বদরপুরে তরুণ সংঘ,হেভেন ব্লু ক্লাব,রেলওয়ে কালীবাড়িতে ব্যাপক ভিড় দেখা যায়। বদরপুর স্বাধীন ক্লাবের আয়োজনে এবার কালীপুজোয় কোবিড হাসপাতাল বানিয়েছিল শিল্পীরা,তা দেখার জন্য অনেক লোকের সমাগম ঘটে। অনেক জায়গাতে রাত্রে দেওয়া হয় মহাপ্রসাদ। আবার কিছু জায়গায় হয় কচিকাঁচাদের আরতি প্রতিযোগীতা।সব মিলিয়ে সুন্দর বাতাবরণের মাধ্যমে পূজার সমাপন ঘটে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.