ভারতীয় জনতা মহিলা মোর্চার বিরাট প্রতিবাদী মিছিল করিমগঞ্জে
সুব্রত দাস,বদরপুর: করিমগঞ্জ জেলার নিলামবাজারে সংগঠিত দুই উপজাতি মহিলার উপর গণধর্ষণ ও জেলায় দিন-দিন নারী নির্যাতনের বিরুদ্ধে আজ করিমগঞ্জের স্থানীয় নেতাজি মূর্তির পাদদেশ থেকে ভারতীয় জনতা মহিলা মোর্চা করিমগঞ্জ জেলার বিজেপি'র এক বিরাট প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদী মিছিলে ছিলেন মহিলা মোর্চার রাজ্যিক সভানেত্রী তথা গৌহাটি হাইকোর্টের আইনজীবি শ্রীমতি অপরাজিতা ভূঞা। মহিলা মোর্চার রাজ্যিক সভানেত্রী বলেছেন,যে নিলামবাজারে কেনো,আসামের যে কোন প্রান্তে এরূপ নারী নির্যাতনের জঘন্যতম ঘটনা না ঘটে তার জন্য fast track court বিচার করে দ্রুত শাস্তি প্রদানের আবেদন জানান মুখ্যমন্ত্রীর কাছে এবং ততসঙ্গে প্রসাশনকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন কারণ প্রসাশনের তৎপরতায় দোষীদের দ্রুত ধরাও-পাকরাও করতে সক্ষম হয়েছে। এই প্রতিবাদী মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির বিভিন্ন পদধীকারী নেতৃবৃন্দ ও অন্যনরা।
কোন মন্তব্য নেই