Header Ads

অসমে ভারতীয় সেনার বড় সাফল্য, আলফার সেকেন্ড-ইন-কমান্ডের আত্মসমর্পণ

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ অসমে ভারতীয় সেনার বড় সাফল্য। অসমের নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী লফার শীর্ষ কমান্ডার দৃষ্টি রাজখোয়া আত্মসমর্পণ করেছে। বুধবার সন্ধ্যায় রাজখোয়া সহ বেশ কয়েকজন জঙ্গি আত্মসমর্পণ করেছেলফার ডেপুটি কমান্ডার-ইন-চিফ পরেশ বড়ুয়ার সবচেয়ে ঘনিষ্ঠ। ইন্দো-বাংলা সীমান্ত, মেঘালয় এবং দক্ষিণ গারো পার্বত্য এলাকায় অপারেশনের জন্য কুখ্যাত রাজখোয়া।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে দৃষ্টি রাজখোয়া ওয়ান্টেড লিস্টে ছিল। লোয়ার অসমে অনেক দিন ধরে অপরাধমূলক কাজকর্মের জন্য রাজখোয়াকে খুঁজছিল পুলিশ। তার সঙ্গে আরও জন আত্মসমর্পণ করেছে। সেই সঙ্গে একে ৮১, দুটি ৯ এমএম পিস্তল এবং প্রচুর কার্তুজ-সহ অস্ত্র উদ্ধার হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক আরও জানিয়েছে, মেঘালয়-অসম-বাংলাদেশ সীমান্তে ভারতীয় সেনার ইন্টেলিজেন্স এজেন্সিকে সাফ করে দেওয়ার ছক কষেছিল রাজখোয়ারা। গত ৯ মাস ধরে রাজখোয়ার গতিবিধির উপর নজর রাখছিলেন গোয়েন্দারা।

রাজখোয়ার আত্মসমর্পণের জেরে উলফা সংগঠন বড় ধাক্কা খেল। উত্তর-পূর্বে শান্তি-স্থিতাবস্থা বজায় রাখার জন্য ভারতীয় সেনা সদা সচেষ্ট। সেনার ইন্টেলিজেন্সের মদতেই রাজখোয়াকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছেন গোয়েন্দারা। সেনার এক শীর্ষ আধিকারিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, মার্চ মাসে এবং গত ২০ অক্টোবর রাজখোয়াকে ধরার পরিকল্পনা ছিল। কিন্তু চোখে ধুলো দিয়ে পালায় সে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.