করিমগঞ্জ পুলিশের অভিযানে বাজেয়াপ্ত ৮৭ কিলো গাজাঁ
সুব্রত দাস,বদরপুর: সম্প্রতি বদরপুরে ১০ কোটি টাকার ব্রাউন সুগার বাজেয়াপ্ত হওয়ার বুধবার ফের পুলিশের অভিযানে বাজেয়াপ্ত ধরা পড়ল বিপুল পরিমাণে গাজাঁ। ত্রিপুরা থেকে গুয়াহাটি যাওয়ার পথে করিমগঞ্জে রিলায়েন্স পেট্রোল পাম্পের পাশে একটি ট্রাক থামিয়ে পুলিশের তল্লাশি অভিযানে ধরা পড়ে প্রায় ৮৭ কেজি গাজাঁ। জানা গেছে,করিমগঞ্জ থানার সেকেন্ড ওসি উৎপল চন্দ্র দে'র নেতৃত্বে একদল পুলিশ করিমগঞ্জের নবনির্মিত টোলগেটের সামনে ওঁত পেতে থাকে এবং ত্রিপুরা থেকে আসা ডব্লিউবি-২৩বি-৬৪১১ নম্বরের ট্রাক থামিয়ে তল্লাশি শুরু করলে সেই ট্রাকের কেবিন থেকে উদ্ধার করা হয় ৮৭ কেজি গাজাঁ। ট্রাক চালক নিতাই সরকারকে গ্রেফতার করা হয়েছে। নিতাই পুলিশের জেরায় জানিয়েছে এগুলো সে গুহায়াটি নিয়ে যাচ্ছিল।
কোন মন্তব্য নেই