Header Ads

রাজ্যে কমছে করোনা রোগীর সংখ্যা, নতুন করে করোনায় মৃত্যু দু'জনের

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ রাজ্যে কমছে করোনা রোগীর সংখ্যা। মঙ্গলবার রাজ্যে দুজন সংক্রমণের ফলে প্রাণ হারিয়েছেন। এর ফলে অসমে বর্তমান কোভিড সংক্রমণের ফলে প্রাণ হারানো রোগীর সংখ্যা ৯৬৬ বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার করোনায় তিনসুকিয়া জেলার লিলিমা দত্ত(৬৫) ও চিত্ত রঞ্জন সরকার(৭৭)-এর মৃত্যু হয়েছে।

অন্যদিকে, রাজ্যে ১৭ নভেম্বর ২৪৬৩৭টি কোভিড পরীক্ষা করা হয়েছে। এদিন শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ২৪২। কামরূপ মহানগর জেলায় সর্বাধিক ৬৬ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে।

এদিকে, রাজ্যের বিভিন্ন চিকিৎসালয় এবং কোভিড কেয়ার কেন্দ্রে মঙ্গলবার ৩৫৭ জন ব্যক্তি করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন।

অসমে করোনা থেকে সুস্থতার হার ৯৭.৯৬ শতাংশে বৃদ্ধি পেয়েছে। রাজ্যে এখন ৩৩২৯ জন সক্রিয় রোগী আছেন।

রাজ্যে এপর্যন্ত মোট ২১০৬৯৬ জন ব্যক্তি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। অন্যদিকে, ২০৬৩৯৮ জন চিকিৎসার শেষে সুস্থ হয়ে উঠেছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, ভারতে মঙ্গলবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ১৬৩ জন। সোমবার এই সংখ্যা ছিল ৩০ হাজার ৫৫৮। সংখ্যাটা স্বস্তি দিচ্ছে ভীষণভাবে। 

উল্লেখযোগ্য যে, গত সপ্তাহের শেষে দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার থেকে কমে চলে গিয়েছিল ৪০ হাজারের কোঠায় এবং উল্লেখযোগ্যভাবে ১৭ সেপ্টেম্বর সে সংখ্যা ৩০ হাজারের নিচে নামল।

স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, এযাবৎ দেশে সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৮ লক্ষ ৭৪ হাজার ২৯০ জন। অন্যদিকে দেশে সুস্থতার সংখ্যাও বেশ ইতিবাচক। সুস্থতার সংখ্যা বাড়ার জন্যে কমছে সক্রিয় রোগীর সংখ্যা।

তবে ভারতে সোমবারের তুলনায় মঙ্গলবার সংক্রমণে মৃত্যুর সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। ১৭ নভেম্বর করোনার থাবায় প্রাণ হারিয়েছেন ৪৪৯ জন। যে সংখ্যাটা সোমবার ছিল ৪৩৫। 

মারণ করোনায় গতকাল পর্যন্ত দেশে প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৩০ হাজার ৫১৯ জন।

কেন্দ্রের হিসেবে মৃতের সংখ্যার নিরিখে শীর্ষে অবস্থান করছে মহারাষ্ট্র।

দ্বিতীয় স্থানে আছে কর্ণাটক! সেখানে সংখ্যাটা ১১ হাজার ৫৪১। তৃতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে প্রাণঘাতী করোনায় মারা গেছেন ১১ হাজার ৪৯৫ জন।

সুস্থতার হার বেশ স্বস্তিদায়ক ভারতে। এখনও পর্যন্ত দেশে মোট ৮২ লক্ষ ৯০ হাজার ৩৭০ জন করোনা ভাইরাসের কবল থেকে মুক্তি পেয়েছেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.