Header Ads

করিমগঞ্জে গণধর্ষণের তীব্র নিন্দা জানালো এআইডিএসও


জপমালা চক্রবর্তী, হাইলাকান্দি : গত 13 নভেম্বর ত্রিপুরার দুই যুবতী শিলচরের কাছাড় ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন এক নিকট আত্মীয়কে দেখে বাড়ি ফিরার জন্য গাড়ি ভাড়া করে বাড়ি ফিরছিলেন। ওই গাড়িতে চালক ছাড়াও আরো একজন যাত্রী ছিলেন। গাড়ির চালক এবং অন্য যাত্রীসহ আরো চারজন মিলে নিলামবাজারের একটি নির্জন জায়গায় গাড়ি থামিয়ে ওই যুবতী যুগলকে গণধর্ষণ করে  ফেলে রেখে পালিয়ে যায়। পরদিন সকালে দুই যুবতী পুলিশের শরণাপন্ন হলে পুলিশ একজন দুস্কৃতীকে আটক করে। এরই পরিপ্রেক্ষিতে  অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন হাইলাকান্দি ইউনিট ঘটনাটির তীব্র ধিক্কার জানান এবং করিমগঞ্জ জেলায় একের পর এক ঘটে যাওয়া গণধর্ষণের ঘটনাকে প্রশাসনের নিস্ক্রিয়তাকে দায়ী করে উদ্বেগ প্রকাশ করেন তারা। পুলিশ প্রশাসন সক্রিয় থাকলে এমন ঘটনা বার বার ঘটতো না বলেও তারা মন্তব্য করেন।  তারা ঘটনাটির শীঘ্রই  সঠিক তদন্ত করে প্রয়োজনে Fast Track Court এ বিচার কার্য পরিচালনা করে দোষীদের দ্রুত শাস্তি প্রদানের দাবি জানান। এদিকে, ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকা সহ করিমগঞ্জ জেলার বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর সম্ভাবনা রয়েছে, তাই এ ঘটনাকে ঘিরে যাতে কেউ কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা না করে সে ব্যবস্থা নেওয়ার জন্য তারা করিমগঞ্জ পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান। দুস্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন এর হাইলাকান্দি ইউনিটের কর্মকর্তারা বলে প্রাপ্ত সূত্রে খবরটি জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.