Header Ads

সমুদ্রের কিনারে এসে তরী যেন না ডুবে, করোনা নিয়ে ভিডিও কনফারেন্সে বললেন প্রধানমন্ত্রী



বিশেষ প্রতিনিধি, কলকাতা : দেশের করোনা উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মঙ্গলবার সংক্রমণের হার বেশি থাকা ৮ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মারন রোগ সম্পর্কে সকলকে সতর্ক করে দিয়ে বলেন, ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করে আজ আমরা মহা সমুদ্রের কিনারে এসে পৌছেছি, যাতে পারে এসে নৌকা না ডুবে যায় তা সুনিশ্চিত করতে হবে। সকলকে সজাগ থাকতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ছাড়াও কেরল, মহারাষ্ট্র গুজরাট, হরিয়ানা দিল্লি, রাজস্থান ও ছত্রিশগর রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে আশ্বাস দিলেন প্রতিষেধক ভ্যাকসিন যাতে দেশের প্রতিজন মানুষ পায় তা সুনিশ্চিত করা হবে। তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্ব সকলকে ভ্যাকসিন দেওয়া। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় সরকারের পদস্থ অফিসারদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী দিল্লির বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলেন, সারা দেশে করোনা সংক্রমণের ও মৃত্যুর হার কম, মানুষকে আরও সতর্ক ও সজাগ হতে হবে। মাস্ক পরিধান আর দুগজ দূর থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার উপর প্রধানমন্ত্রী জোর দেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.