Header Ads

অসমের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰয়াত তরুণ গগৈয়ের স্মৃতিতে

চিত্ত পাল

 প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈর সাথে প্রথম দেখা করেছিলাম ১৯৯৩ সালের জানুয়ারি মাসে । নয়াদিল্লির তালকাটোরা রোডের বাড়িতে । তখন তিনি কেন্দ্ৰীয় মন্ত্ৰী। 

তারপর বহুবার দেখা হয়েছে তাঁর সঙ্গে। প্রদেশ কংগ্রেসের সভাপতি হওয়ার সাথে সাথে নয়াদিল্লির বসন্তকুঞ্জের ফ্ল্যাটে গিয়ে শুভেচ্ছা জানিয়েছিলাম। নগাঁও শহরের হয়বরগাঁও  অঞ্চলের হাজার হাজার মানুষ কৃত্রিম বন্যায় কুড়ি বছর ধরে আবদ্ধ জলের সমস্যায় ভুগছিলেন। আমি তাঁকে পরিস্থিতির বিষয়ে জানালাম। তিনি তখন মুখ্যমন্ত্রী। ২০০৪ সালের ২০শে এপ্রিল। বাঙালি সংগঠনের ব্যানারে তাঁকে হয়বরগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভায় মুখ্য অতিথি হিসেবে আনলাম। সভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই এক কোটি টাকার অনুমোদন দিলেন নালা নির্মাণের জন্য । রাস্তাঘাট মেরামতির জন্য আরো অতিরিক্ত টাকার অনুমোদন দিয়েছিলেন। আমি রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী নই । তবুও তিনি আমাকে ২০০৫ সালে অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড এর ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছেন। আমার মতো হতদরিদ্র ব্যক্তিকেও রাজনৈতিক পরিচয় দিয়েছিলেন। সহজ সরল স্বভাবের পরলোকগত এই মহামানবের সঙ্গে বহু অন্তরঙ্গ কথাবাৰ্তা হয়েছে আমার । তাঁর মৃত্যুতে আমি শোকাহত! শোকসন্তপ্ত পরিবারকে গভীরভাবে আমি সমবেদনা জানাই। গত ৬ই আগষ্ট আমার বড় ছেলের অকাল মৃত্যুর খবর পেয়ে ফোন করে তিনি আমাকে সান্তনা দিয়েছিলেন। আজ আমার পরলোকগত মায়ের বাৎসরিক শ্রাদ্ধের কাজ সম্পন্ন হওয়ার দরুণ সারা দিন ব্যস্ত। তাই দুগুণ শোক!

সৌঃ চিত্ত পালের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত , মতামত নিজস্ব

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.