অবৈধ ভাবে কয়লা সিন্ডিকেট মাফিয়ার হাতে আহত বদরপুরে যুব মোর্চা কর্মী
নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর: পুলিশ ও কয়লা কারবারিদের যুগল বন্দিতে চলছে অবৈধ কয়লার রমরমা ব্যবসা এমন অভিযোগ সাধারন জনগনের।অবশেষে তা প্রমান হতে চলেছে।প্রতি দিন বরাকে শো শো অবৈধ কয়লা লরি ঢোকছে কিন্তু কি অশুভ শক্তির বলে পুলিশ একটি গাড়ি আটক করেনি উল্টো মদত করছে।অসহায় সাধারণ জনগণ ও যুব মোর্চার সদস্যরা শনিবার বদরপুরে অবৈধ কয়লা বোঝাই লরি আটক করে গাড়ি থেকে কয়লা আনলোড করে তা প্রমান করে দিলেন কিভাবে অবৈধ কয়লা আসছে। আর দু-তিনটি লরি আটক করতেই কয়লা মাফিয়া হাজির হয়ে যুব মোর্চার সদস্যর সঙ্গে শুরু হয় মারপিট।এই ঘটনার অবৈধ কয়লা ব্যবসায়ীদের হাতে আক্রমনে আহত হয়েছেন এক মহিলা সহ পাঁচজন। আহতদের মধ্যে চার জন এই ঘটনার জন্য উমরপুর গ্রামের মুন্না আহমেদ নামের যুবককে অভিযুক্ত করে রবিবার বদরপুর থানার এজাহার দায়ের করেছেন। এই ঘটনা নিয়ে বদরপুরে বেশ চাঞ্চল্য দেখা দেয়।বদরপুর পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। অতিরিক্ত পুলিশ সুপার ঘটনায় তদন্ত প্রক্রিয়া কে কতটুকু এগোতে দেবেন এ নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। যেহেতু কয়লাকে কেন্দ্র করে এই ঘটনা। জানা গেছে অবৈধ কয়লা ব্যবসা চলার কথা বারবার অস্বীকার করে আসছেন অতিরিক্ত পুলিশ সুপার সহ স্বয়ং পুলিশ সুপার। অথচ শো শো কয়লা বোঝাই লরি জাতীয় সড়ক দিয়ে করিমগঞ্জ জেলার প্রবেশ করে থাকে। এটা প্রমাণ করতে বিজেপির বদরপুর যুব মোর্চা বদরপুর ঘাট এলাকা সচেতন মহল অভিযানে নামেন। রাত সাড়ে এগারোটা নাগাদ লাইন ধরে কয়লা বোঝাই লরি করিমগঞ্জ জেলায় প্রবেশ করতে শুরু করে। তখন যুব মোর্চা সহ স্থানীয় জনগণ কয়লা বোঝাই লরি আটকাতে শুরু করে।ওই সময় আশে পাশে এএসপিকে দেখছেন অনেকে। ঘটনা বড় হয়ে যাচ্ছে দেখে স্থান ত্যাগ করেন।এর কিছুক্ষন পরেই উমরপুরের মুন্না আহমেদ যুবক নাকি তার সাঙ্গ-পাঙ্গ নিয়ে কয়লার ট্রাক আটকানো হল কেন ? এনিয়ে উত্তেজিত হয়ে অশ্লীল গালাগাল শুরু করেন।গালাগালের জন্য যুব ব্রিগেড প্রতিবাদ করলে আক্রমণাত্মক হয়ে উঠে মুন্না। তাদের আক্রমণে আহত হন শান্তু রায়,বাদল চন্দ্র দাস,অর্পিতা বৈদ্য,দেবু কৈরী সহ মোট পাঁচ জন। তাদের চিকিৎসা করা হয় শ্রীগৌরী হাসপাতালে। আহতরা জানান ঘটনার কিছুক্ষণ পর বদরপুর পুলিশ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা বলেন এই অবৈধ ব্যবসার কারনে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। শনিবারের রাতের ঘটনা তারা লিখিত ভাবে মুখ্যমন্ত্রীকে জানাবেন।জেলা পুলিশের ভূমিকার কথাও উল্লেখ করবেন বলে জানান যুব মোর্চার কর্মীরা।
কোন মন্তব্য নেই