কান্দি রেডক্রস সোসাইটির কোভিড সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ
নয়া ঠাহর প্রতিবেদন, কান্দি :
আর্ন্তজাতিক রক্ত দান
দিবস উপলক্ষ্যে ভারতীয় রেডক্রস সোসাইটির কান্দি মহকুমা শাখা কান্দি রেড ক্রস ভবনে
স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। কান্দি মহকুমা রেডক্রস সোসাইটির
সম্পাদক তথা কান্দি বান্ধবের সম্পাদক নব কুমার মুখ্যাপাধ্যয় রক্তদান শিবিরের সূচনা
করেন। তিনি উপস্থিত সাংবাদিক অতিথি অভ্যাগতদের স্বাগত জানান। এই শিবিরে মহিলা সহ ৭০ জন স্বেচ্ছায়
রক্তদান করেন। করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে সবাই মাস্ক পরিধান করে সামাজিক দূরত্ব
বজায় রেখে অনুষ্ঠানটি সুষ্ঠভাবে উদযাপন করা হয়। উপস্থিত সবাইকে মুখের মাস্ক,
স্যানিটাইজার প্রভৃতি রেড
ক্রস এর পক্ষ থেকে বিতরণ করা হয়। শুক্রবার কালীবাড়ি রোডে কান্দি রেড ক্রস ভবনে
লাইফ মেম্বারদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরোহিত্য করেন সম্পাদক নবকুমার
মুখ্যাপাধ্যায়। তিনি জানান, কোভিড উদ্ভূত পরিস্থিতিতে রেডক্রস সোসাইটি বিভিন্ন
জনহিতকর কর্মসুচি গ্রহণ করেছে। মাস্ক, স্যানিটাইজার, সাবান প্রভৃতি বিতরণ করে। উপস্থিত এই
প্রতিবেদককে রেড ক্রস সোসাইটির গেস্ট হাউস ঘুরিয়ে দেখানো হয়। সম্পাদক মুখোপাধ্যায় জানান কম পয়সাতে থাকার ব্যবস্থা
আছে।
কোন মন্তব্য নেই