কেন্দ্রীয় সরকারের দীপাবলির উপহার
বিশেষ প্রতিনিধি, কলকাতাঃ করোনা উদ্ভূত
পরিস্থিতি এবং লকডাউনের ফলে দেশের অর্থনীতি তলে নেমে গেছে। চলতি আর্থিক বছরে তিন মাসে ২৪ শতাংশ সংকুচিত
হয়েছে দেশের অর্থনীতি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী
নির্মলা সীতা রামণ কিন্তু আর্থিক পরিস্থিতি এত খারাপ মানতে রাজি নন। তিনি
গতকাল ২,৬৫ লক্ষ কোটি টাকার দাওয়াই ঘোষণা করেছেন। এই টাকায়
নতুন কর্মসংস্থানের জন্যে ৬ হাজার কোটি টাকা, শহরে সবার জন্যে
আবাসন খাতে ১৮ হাজার কোটি টাকা, গ্রামীণ
রোজগারখাতে ১০ হাজার কোটি, সারে ভর্তুকি ৬৫ হাজার কোটি,
কোভিড টিকার গবেষণায় ৯০০ কোটি সহ ২,৬৫,০৮০ কোটি টাকা বরাদ্দ
করা হয়েছে।
কোন মন্তব্য নেই