Header Ads

করিমগঞ্জে মাকুন্দা হাসপাতালে বহু লক্ষ টাকার চিকিৎসা সরঞ্জাম দান করলেন মাষ্টার ব্লাষ্টার শচীন তেণ্ডুলকর

 

সুব্রত দাস, বদরপুর: করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা এলাকায় বাজারিছড়া অবস্থিত মাকুন্দা খিশ্চিয়ান লেপ্রসি অ্যাণ্ড জেনারেল হসপিটালে ৪২ লক্ষ টাকা দান করেছেন মাষ্টার ব্লাষ্টার শচীন তেন্ডুলকর। হাসপাতালের চিকিৎসক ডাঃ সাজিন এই খবরটি জানিয়েছে,যে গত মাসে মুম্বাইয়ে অবস্থিত বেসরকারী সংস্থা একম এর সহয়তার শচীন ফাউনণ্ডেশনের সঙ্গে মাকুন্দ খিশ্চিয়ান লেপ্রসি অ্যাণ্ড জেনারেল হসপিটালে শিশু ও প্রসূতি বিভাগে কিছূ চিকিৎসা সরঞ্জাম দিয়ে সাহায্যের জন্য আবেদন জানানো হয়েছিল। আবেদনে সাড়া দিয়েছে শচীন তেন্ডুলকর। প্রতিদিন প্রায় ২৫০ থেকে ৩০০ জন রোগী এই হাসপাতালে আসেন।এলাকার নির্ভরযোগ্য মাকুন্দা হাসপাতালে উন্নয়নের সাহায্য করায় ক্রিকেটের মাষ্টার ব্লাষ্টার শচীন তেন্ডুলকরকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ,বাজারিছড়া এলাকার স্বেচ্ছাসেবী সংঘটন ও ব্যক্তিবর্গ।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.