লামডিঙে জাতীয় প্ৰেস দিবস পালন
স্বপন দাস, লামডিং : সমগ্র দেশের সাথে সংগতি রেখে সোমবার হোজাই জিলার লামডিঙে জাতীয় প্ৰেস দিবস পালন করা হয়। হোজাই জিলা প্ৰশাসন এবং লামডিং প্ৰেছ ক্লাবের সৌজন্যে অনুষ্ঠিত এই জাতীয় প্ৰেস দিবসে উপস্থিত ছিলেন হোজাই জিলার অতিরিক্ত উপায়ুক্ত এ কে ইলিয়াছ এন আহমেদ, প্ৰাগ নিউজের সহযোগী সম্পাদক দেবজিৎ ভূঞা, অসম সাহিত্য সভার প্ৰাক্তন সম্পাদক পদুম রাজখোয়া, লামডিং প্রেস ক্লাবের সভাপতি অনিমেষ মজুমদার, হোজাই জিলা সাংবাদিক সংস্থার সভাপতি নিরঞ্জন সারোগি এবং বহু বিশিষ্ট ব্যক্তি তথা জিলার সকল সাংবাদিকরা৷ এদিন হোজাই জিলার কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিককে সংবর্ধনা প্ৰদান কারা হয় এবং লামডিঙের কিছু কোভিড যোদ্ধাকে সংবর্ধনা প্ৰদান করা হয়৷ লামডিঙে অনুষ্ঠিত জাতীয় প্রেস দিবসে মূল বিষয় ছিল করোনা মহামারীর সময় সাংবাদিকের ভূমিকা এবং সাংবাদিকের ওপরে এর প্ৰভাব৷ বহু বিশিষ্ট সাংবাদিক তথা বক্তারা এই মূল বিষয়ের উপর বক্তব্য রাখেন৷ মুখ্য অতিথি তথা বক্তা দেবজিৎ ভূ়ঞাই বলেন, সমাজে কোভিডের নীতি নিয়ম সাংবাদিক, প্রশাসন, রাজনৈতিক নেতা সবার জন্য প্ৰযোজ্য। সকলেরই কোভিড প্রটোকল মেনেচলা উচিত। বিভিন্ন পত্ৰ-পত্ৰিকা, টিভি চ্যানেলের সাংবাদিকদের নিযুক্তি দেওয়ার সময় যেভাবে বিভিন্ন ধরনের প্ৰক্ৰিয়ার মধ্যে দিয়ে নিযুক্ত করা হয় ঠিক সেভাবে সাংবাদিকদের নিলম্বন করার সময় মালিক পক্ষকে একই ব্যবস্থা গ্রহণ করা উচিত। তার ওপর কোভিডের সময় প্ৰতিজন সাংবাদিকে নিজের জীবনের কথা চিন্তা নাকরে কৰ্তব্য পালন করার জন্য ভূঞাই সকলকে ধন্যবাদও জ্ঞাপন করেন৷
কোন মন্তব্য নেই